প্রার্থনায় মগ্ন হাজিরা

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক—লাখো কণ্ঠে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে শুক্রবার পালিত হলো পবিত্র হজ। এদিন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হন। তাঁদের কণ্ঠে ছিল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।
১ / ১৪
মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা দেন হাজিরা। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৭ জুলাই
ছবি: রয়টার্স
২ / ১৪
আরাফাত ময়দানে দিনভর পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হাজিরা। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
৩ / ১৪
আরাফাতের ময়দানে সমবেত হাজিদের ভিড়। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
৪ / ১৪
এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ লাখ মুসল্লি পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে পবিত্র হজ পালন করেছেন। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
৫ / ১৪
পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে লাখো হাজির সমাবেশ। পবিত্র মক্কা নগরী, ৮ জুলাই
ছবি: রয়টার্স
৬ / ১৪
আরাফাতের ময়দানে সমবেত হয়ে হাজিরা কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করেন। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
৭ / ১৪
আরাফাতের ময়দানে নামাজ, দোয়া-দরুদ, পবিত্র কোরআন তিলাওয়াতসহ অন্যান্য ইবাদত–বন্দেগি করেন হাজিরা। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
৮ / ১৪
আরাফাতের ময়দানে জিকিরে মশগুল হাজিরা। পবিত্র মক্কার আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
৯ / ১৪
আরাফাতের ময়দানে পাহাড়ের ঢালে বসে ইবাদত করেন হাজিরা। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
১০ / ১৪
আরাফাতের ময়দানে অনেক হাজি তাঁবুর ভেতরে নামাজ আদায় করেন। সেখানেই নামাজ, দোয়া-দরুদ, কোরআন শরিফ তিলাওয়াতসহ অন্যান্য ইবাদত–বন্দেগি করেন। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
১১ / ১৪
মহান আল্লাহর কাছে আরাফাতের ময়দানে হাজিদের প্রার্থনা। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
১২ / ১৪
আরাফাত থেকে মুজদালিফা যাওয়ার পথে মাগরিবের নামাজের সময় হলেও নামাজ পড়া নিষিদ্ধ। সেখানে পৌঁছার পর মাগরিব ও এশার নামাজ একসঙ্গে পড়েন হাজিরা। পবিত্র মক্কা নগরী, ৮ জুলাই
ছবি: রয়টার্স
১৩ / ১৪
৯ জিলহজ (সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার) আরাফাতের ময়দানে অবস্থান করে হজ পালন করা হয়। এ ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ। আল্লাহর দরবারে প্রার্থনায় মগ্ন মুসল্লিরা। পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স
১৪ / ১৪
পবিত্র হজ ইসলামের পাঁচ স্তম্ভের একটি। আর্থিকভাবে সমর্থ ও শারীরিকভাবে সক্ষম পুরুষ ও নারীর জন্য হজ পালন করা ফরজ। আরাফাতের ময়দানে প্রার্থনায় মগ্ন হাজিরা। পবিত্র মক্কার আরাফাত ময়দান, ৮ জুলাই
ছবি: রয়টার্স