লবণের কারখানা
অন্যান্য দ্রব্যের মতো বৃদ্ধি পাচ্ছে লবণের দামও। তার ওপর কিছুদিন পর পবিত্র কোরবানির ঈদকে কেন্দ্র করে চাহিদা বাড়বে। তাই ব্যস্ত সময় পার করছেন লবণশ্রমিকেরা। চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, মাতারবাড়ী, টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে লবণ সংগ্রহ করে তা নৌপথে নিয়ে আসা হয় কারখানায়। সেখানে চার থেকে পাঁচ স্তরে পরিষ্কারের পর পাইকারি দামে বিক্রি হয় দেশের বিভিন্ন স্থানে। আর এ কাজে প্রতিদিন একটি কারখানায় কাজ করেন ৩০ থেকে ৪০ জন শ্রমিক, যাঁরা সকাল থেকে সারা দিন কাজ করে মজুরি পান ৫৫০ থেকে ৮৫০ টাকা। আর মান অনুসারে প্রতি কেজি লবণ বিক্রি হয় ১৪ থেকে ১৬ টাকায়। ছবিগুলো মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রাম নগরের মাঝির ঘাট এলাকা থেকে তোলা।