শিক্ষাপ্রতিষ্ঠানের যত প্রস্তুতি

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এত দিন শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে। বাসায় অ্যাসাইনমেন্ট করে স্কুল-কলেজে জমা দিয়ে এসেছে শিক্ষার্থীরা। আগামী রোববার থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। সশরীরে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে শ্রেণিকক্ষে পাঠ কার্যক্রমে অংশ নেবে দীর্ঘ সময় পর। আবারও শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে উঠবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। গতকাল বৃহস্পতিবার ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রস্তুতি নেওয়ার শেষ দিন।

১ / ১০
বিদ্যালয়ের কার্নিশ থেকে ঝড়ে পড়া পাতা পরিষ্কার করছেন এক কর্মচারী। রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
২ / ১০
তাপমাত্রা পরিমাপের যন্ত্র পরীক্ষা করে দেখছেন এক কর্মচারী। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ
ছবি: আনোয়ার হোসেন
৩ / ১০
অসুস্থ শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য স্কুলের একটি কক্ষে আইসোলেশন কর্নার করা হয়েছে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৪ / ১০
চলছে শেষ মুহূর্তের ধোয়ামোছার কাজ। শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গোয়ালন্দ, রাজবাড়ী
ছবি: এম রাশেদুল হক
৫ / ১০
স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যালয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল নগর
ছবি: সাইয়ান
৬ / ১০
টাঙানো হচ্ছে সচেতনতামূলক ব্যানার। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৭ / ১০
শিক্ষার্থীরা যেন সহজেই স্বাস্থ্যবিধি মেনে চলে, তার জন্য  স্বাস্থ্যবিধির বার্তাসংবলিত কার্টুন আঁকিয়ে রাখা হয়েছেন টয়লেটের দেয়ালে। বিলাইছড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১০
নির্দিষ্ট দূরত্বে বসা নিশ্চিত করতে বেঞ্চে দেওয়া হয়েছে চিহ্ন। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৯ / ১০
আবার বেজে উঠবে স্কুলের ঘণ্টা। ছুটির ঘণ্টা নয়, প্রাণখুলে হাসা, চার দেয়ালে বন্ধুকে খুঁজে পাওয়ার সুযোগ মিলবে। দীর্ঘদিন পড়ে থাকা কাঁসার ঘণ্টা ঝোলানো হচ্ছে স্কুল প্রাঙ্গণে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১০
আগের জুতা জোড়া আর পায়ে লাগে না। তাই চাই নতুন জুতা। পায়ের মাপে জুতা কিনছে এক শিক্ষার্থী। রানীর বাজার, কুমিল্লা
ছবি: এম সাদেক