শিবচতুর্দশী মেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ছিল মেলার দ্বিতীয় দিন। এটি মূলত হিন্দুধর্মাবলম্বীদের তীর্থমেলা। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও এবার মেলায় পুণ্যার্থীদের ভিড় জমে। প্রতিবছর ফাল্গুনের শিবচতুর্দশীতে এই মেলা বসে। ছবিগুলো বৃহস্পতিবারের।

১ / ১২
চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে পুণ্যার্থীরা
২ / ১২
স্বেচ্ছাসেবকেরা পুণ্যার্থীদের পানি পান করাচ্ছেন
৩ / ১২
পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে বিরূপাক্ষ মন্দিরের দিকে যাচ্ছেন পুণ্যার্থীরা। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের ভূমি থেকে ওপরে এটি
৪ / ১২
চন্দ্রনাথ মন্দির দর্শন করে ফেরার পথে ক্লান্ত পুণ্যার্থীরা বিশ্রাম নিচ্ছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পানিঘাটা এলাকায়
৫ / ১২
রাঙামাটি থেকে আসা এই পুণ্যার্থী শিশুকে কাঁধে করে চন্দ্রনাথ ধামের দিকে উঠছেন
৬ / ১২
মৃত পূর্বপুরুষদের জন্য তর্পণ শেষে শ্রাদ্ধ করছেন এক পুণ্যার্থী
৭ / ১২
চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে ভূমি থেকে ওপরে হনুমান মন্দির এলাকায়
৮ / ১২
ব্যাসকুণ্ডে স্নান শেষ করে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ (জলদান) করছেন পুণ্যার্থীরা
৯ / ১২
দক্ষিণা নিচ্ছেন এই সন্ন্যাসী। সীতাকুণ্ডের শংকর মঠের মূল ফটকে
১০ / ১২
স্বয়ম্ভুনাথ মন্দিরের কাছে
১১ / ১২
একটি প্রতিষ্ঠানের উদ্যোগে পুণ্যার্থীদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হচ্ছে। স্বয়ম্ভুনাথ মন্দিরের নিচে সমতল ভূমিতে
১২ / ১২
পুণ্যার্থীরা চন্দ্রনাথ মন্দিরে পরিক্রমা শেষে সারবেঁধে খিচুড়ি খাচ্ছেন