সবজির মোকাম

শীতের সবজি মোকামে ঠাসা, কিন্তু দাম চড়া। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের সবজির মোকামের চিত্র এটি। এক সপ্তাহ আগে সেখানে প্রতি মণ ফুলকপি ৬০০ টাকায় বিক্রি হয়েছে। সেই ফুলকপি বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এক সপ্তাহ আগে বাঁধাকপি প্রতিটি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকায়। এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।

১ / ১২
চাষি আবুল কালাম বাজারে এনেছেন ফুলকপি। এখন ফুলকপির দাম খানিকটা বেশি। তাই সন্তুষ্ট তিনি।
২ / ১২
উত্তরাঞ্চলের সবজির মোকামগুলোর মধ্যে অন্যতম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের এই মোকাম।
৩ / ১২
পাইকারি মোকামে প্রতি মণ ফুলকপি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
৪ / ১২
শুধু ফুলকপি নয়, শীতের অন্যান্য সবজি পাওয়া যায় এই মোকামে।
৫ / ১২
বিক্রি হওয়া ফুলকপি শুকানো হচ্ছে রোদে।
৬ / ১২
প্রতিটি বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
৭ / ১২
মোকামে সকালে শুরু হয় কর্মব্যস্ততা। চলে সারা দিন।
৮ / ১২
আগাম জাতের আলুর ফলন ভালো না হলেও দামে পোষাচ্ছে। প্রতি মণ আলু পাইকারিতে জাতভেদে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
৯ / ১২
করোনার সংক্রমণ দেশে এখনো ছড়াচ্ছে। মাস্ক পরার কথা বলা হচ্ছে জনসমাগমস্থলে। কিন্তু সেই স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ মানুষই।
১০ / ১২
পেঁয়াজের কলি প্রতি কেজি ১৩ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
১১ / ১২
দামে পিছিয়ে নেই মুলাও। পাইকারিতে প্রতি মণ মুলা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
১২ / ১২
বিক্রি হওয়া সবজি বহনের জন্য অনেকেই ডালা ব্যবহার করেন। এই ডালা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।