সারা দেশে বর্ষার পানি

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে গেছে পথঘাট। বিপাকে পড়েছে মানুষ। পানি ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। কোথাও কোথাও নৌকা চলতে দেখা গেছে। গতকাল শুক্রবারের চিত্র।

১ / ৭
নেত্রকোনার কলমাকান্দার ৩৪৩টি গ্রামই বন্যার পানিতে প্লাবিত। জেলার সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়ক, বাহাদুরকান্দা
ছবি: প্রথম আলো
২ / ৭
বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচর গ্রামের মানুষ নৌকায় অবস্থান করছে
ছবি: প্রথম আলো
৩ / ৭
রংপুরে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের শংকরদহ গ্রামে তিস্তা নদীতে বন্যার সঙ্গে যুক্ত হয়েছে ভাঙন। বাড়ির জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন ভাঙনের কবলে পড়া মানুষ। নৌকায় করে আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী নিয়ে আশ্রয়ে যাচ্ছেন মশিয়ার রহমান ও রোকসানা বেগম দম্পতি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৭
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরোনো বাজারের সুপারমার্কেট পানিতে তলিয়ে গেছে। বেশ কয়েকটি দোকানেও পানি ওঠায় দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কসবা ১ নম্বর সুপারমার্কেটে, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: প্রথম আলো
৫ / ৭
ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: প্রথম আলো
৬ / ৭
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরের নালিতাবাড়ী শহরের ভোগাই নদের বাঁধ ভেঙে ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের স্রোতে সড়ক উপচে পানি প্রবাহিত হওয়ায় নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কে চলাচলে মানুষ দুর্ভোগে পড়েছেন। গড়কান্দা, নালিতাবাড়ী, শেরপুর
ছবি: আবদুল মান্নান
৭ / ৭
নেত্রকোনার কলমাকান্দায় থইথই পানি। দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। কলমাকান্দা, নেত্রকোনা
ছবি: প্রথম আলো