সিলেট শহরে সুরমার পানি

সিলেটজুড়ে কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত আছে। বৃষ্টি আর উজানের ঢলে ইতিমধ্যে পাঁচ দিন ধরে কয়েকটি উপজেলা পানিবন্দী। এখন ঢলের পানি প্রবেশ করছে সিলেট নগরে। এতে তলিয়ে গেছে নদীতীরবর্তী কালীঘাট, সোবহানীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর ও উপশহর এলাকা। এসব এলাকার বাসা ও দোকানপাটে পানি ঢুকে পড়ার পাশাপাশি রাস্তাঘাটও তলিয়ে গেছে। বৃষ্টির আর ঢল না কমায় ক্রমাগত পানি বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে শহরেও। বিভিন্ন উপজেলার পর সিলেট শহরে ঢলের পানিতে এবার ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

১ / ১০
সুরমা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নগরের শাহজালাল উপশহর এলাকার প্রধান সড়ক
২ / ১০
বেড়েই চলেছে পানি। যানবাহন ও মানুষ চলাচলে ভোগান্তি বেড়েছে শহরে
৩ / ১০
শাহজালাল উপশহর মোড় এলাকায় নদী ও ছড়ার পানি উপচে পড়েছে
৪ / ১০
তলিয়ে যাওয়া সড়কে রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন মানুষজন
৫ / ১০
বাঁয়ে ঢলের পানিতে ঠাসা সুরমা নদী। নদীর পানি উপচে পড়েছে মেন্দিবাগ ও মাছিমপুর এলাকায়
৬ / ১০
শাহজালাল উপশহর এলাকায় বাসায় ঢুকেছে নদীর পানি। ব্যাগ হাতে বাসা থেকে অন্য স্থানে যাচ্ছেন তিনি
৭ / ১০
সুরমা নদী লাগোয়া ছড়ারপাড় এলাকায় হাঁটুসমান পানিতে ঠেলে পণ্য নিয়ে চলাচল করছে
৮ / ১০
দোকানে সুরমার পানি। সড়কে সেই পানিতে চলাচল করছে মাছিমপুর এলাকার মানুষজন
৯ / ১০
পানির সঙ্গে ময়লা-আবর্জনা ভাসছে। ময়লা ঠেকাতে কাজীরবাজার এলাকার একটি বাসার ফটক লাগাচ্ছেন এক ব্যক্তি
১০ / ১০
তালতলা এলাকায় পানিতে বন্ধ রয়েছে দোকান