সূর্যমুখী

সূর্যমুখী একধরনের একবর্ষী ফুল। সূর্যমুখী ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নাম সূর্যমুখী ফুল। ফুলের পাপড়ি খেতে বাগানে আসে ময়ানাসহ বিভিন্ন পাখি। সূর্যমুখী ফুলের বাগানে বিভিন্ন ধরনের পাখি ওড়াউড়ি করে।

১ / ৮
এই ফুল সূর্যের দিকে মুখ করে থাকে
২ / ৮
ফুলের পাপড়ি খেতে বাগানে আসে ময়ানাসহ বিভিন্ন পাখি
৩ / ৮
সূর্যমুখী ফুলের বাগানে বিভিন্ন ধরনের পাখি ওড়াউড়ি করে
৪ / ৮
সূর্যমুখী একধরনের একবর্ষী ফুলগাছ। এই গাছ লম্বায় ৩ মিটার (৯.৮ ফুট) হয়ে থাকে, ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত হয়।
৫ / ৮
ফুটন্ত ফুলের পাপড়ি খেতে বসেছে চড়ুই পাখি
৬ / ৮
ফুলের মধু খেতে উড়ে আসছে মৌমাছি।
৭ / ৮
গাছে এসেছে কলি। দুই–এক দিনের মধ্যে কলি থেকে ফুল হবে
৮ / ৮
সূর্যমুখী ফুলে মধু খাচ্ছে মৌমাছি।