হারিয়ে যাওয়া নৌকাগুলো

এই নৌকাগুলো আসলেই ছোট। বাংলাদেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী সব নৌকার স্মৃতিই যেন ধরা আছে এই ছোট্ট নৌকাগুলোতে। বিভিন্ন জেলার প্রায় ৮০টি নৌকার মিনিয়েচার রেপ্লিকা তৈরি করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। চরাঞ্চলের প্রধান বাহন ছিল নৌকা। নানা নাম ও আকারের এসব নৌকা এখন আর তেমন একটা দেখা যায় না। নৌকার ঐতিহ্যকে ধারণ করতে এবং নৌকার কারিগরদের জন্য কর্মসংস্থান তৈরি করতেই ফ্রেন্ডশিপের এ উদ্যোগ। ছবিগুলো ১১ নভেম্বর ঢাকার সাভার থেকে তোলা।

১ / ১০
ধলেশ্বরী নদীর পাড়ে নৌকার রেপ্লিকা।
২ / ১০
বাঁশের চিরল কঞ্চি দিয়ে নৌকার ছই তৈরি হচ্ছে।
৩ / ১০
নৌকার মূল কাঠামো তৈরিতে ব্যস্ত একজন।
৪ / ১০
নৌকা তৈরিতে ব্যবহৃত হয় ‘পুইয়া’ কাঠ।
৫ / ১০
নৌকায় ছই লাগানো হচ্ছে।
৬ / ১০
‘টেডি বালাম’ নৌকা তৈরি করছেন কারিগর।
৭ / ১০
চাঁদের মতো দেখতে বলেই এর নাম ‘চাঁদ নৌকা’।
৮ / ১০
এই নৌকার নাম ‘বালার’।
৯ / ১০
বাহারি নৌকার গালভরা নাম।
১০ / ১০
একেকটা নৌকা তৈরিতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগে।