ইজতেমায় জুমার নামাজ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে আজ শুক্রবার জুমার নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে এসেছিলেন মুসল্লিরা। ইজতেমা মাঠে ছিল না তিল ধারণের জায়গা। অনেকেই আশপাশের সড়ক, বাসাবাড়ি ও যানবাহনে নামাজ আদায় করেন। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড মোড় এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ৭
জুমার নামাজ আদায় করতে সড়কেই দাঁড়িয়ে পড়েন হাজারো মুসল্লি।
২ / ৭
নামাজ শুরু হতেই ভিড় আরও বেড়ে যায়।
৩ / ৭
বাসের ছাদেও নামাজ আদায় করেন অনেকে।
৪ / ৭
নামাজের সময় সড়কে যান চলাচল থেমে যায়।
৫ / ৭
যানবাহনের ছাদগুলোও পূর্ণ হয়ে যায় একসময়।
৬ / ৭
যত দূর চোখ যায় নামাজ আদায়রত মুসল্লি।
৭ / ৭
নামাজের শেষ বৈঠকে।