বেষ্টনীবিহীন নালা-নর্দমা
প্রতিবছর বর্ষা এলে চট্টগ্রাম নগরের নালাতে পড়ে প্রাণ হারাতে হয় লোকজনকে। এরপরও নালা-নর্দমাগুলোয় নিরাপত্তাবেষ্টনী বা ঢাকনা দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লালখান বাজার এলাকায় নালার খোলা অংশে থাকা রডে হোঁচট খেয়ে পড়ে যায় এক যুবক। এ সময় সেখানে থাকা লোহার রড ঢুকে যায় তাঁর পেটে। তিনি গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ২০২১ সালে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে নালায় পড়ে শিক্ষার্থীসহ নিহত হওয়ার সংখ্যা ৫। বর্ষার সময় সড়কে বৃষ্টির পানি জমে গেলে নালা দেখতে না পাওয়ায় সেখানে পড়ে গিয়ে এসব দুর্ঘটনা ঘটে। উপযুক্ত ব্যবস্থা না নিলে এমন দুর্ঘটনা এ বছরও ঘটতে পারে বলে মনে করেন লোকজন।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১