বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব

আজ সোমবার সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্বের আয়োজন হয়। দিনব্যাপী এই উৎসবে আছে নানা অনুষ্ঠান। দেশব্যাপী আয়োজিত আঞ্চলিক পর্বে বিজয়ীরা অংশ নিচ্ছে এ জাতীয় পর্বে। এ ছাড়া উৎসবে আসা স্কুলশিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ কুইজ, সুডোকু, রুবিকস কিউব প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে রোবট শো, ম্যাজিক শো, পাপেট শো, প্রশ্নোত্তর পর্ব, তারকা কথন, গানসহ আরও আকর্ষণীয় সব আয়োজন।

১ / ১২
পতাকা উড়িয়ে উৎসব উদ্বোধন করছেন আয়োজক ও অতিথিরা। বাঁ থেকে শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটকক্স অ্যান্ড মেকানিকস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক লাফিফা জামাল, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
২ / ১২
রোবটের নানা অঙ্গভঙ্গি। পরে উৎসব উদ্বোধন করে রোবটটি।
৩ / ১২
শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করছেন অতিথিরা।
৪ / ১২
উৎসবে বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা ভিড় করেছে।
৫ / ১২
শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছে। তা ঘুরে ঘুরে দেখছে সবাই।
৬ / ১২
উৎসবে আসা শিক্ষার্থীরা সার্টিফিকেট সংগ্রহ করছে।
৭ / ১২
রকেটের প্ল্যাকার্ডের সঙ্গে একদল শিক্ষার্থী ছবি তুলতে দাঁড়িয়েছে।
৮ / ১২
প্রজেক্ট সম্পর্কে জানছে শিক্ষার্থীরা।
৯ / ১২
এক শিক্ষার্থীর প্রজেক্ট।
১০ / ১২
রোবট ছুঁয়ে দেখছে শিক্ষার্থীরা।
১১ / ১২
পরীক্ষায় অংশ নিয়ে মগ্ন এক শিক্ষার্থী।
১২ / ১২
মিলনায়তনে পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা।