ফাগুনেরও মোহনায়
সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের লাউরেরগড় এলাকার মানিগাঁওয়ে রয়েছে বড় শিমুলবাগান। সুনামগঞ্জ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে জাদুকাটা নদীর তীরে এ শিমুলবাগানের অবস্থান। শুষ্ক মৌসুমে বাগানটির চারদিকে থাকে ধু ধু বালুচর। দুই দশক আগে বাদাঘাট (উত্তর) ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান জয়নাল আবেদীন বাণিজ্যিকভাবে শিমুলবাগান গড়ে তোলেন। তিনি মারা যাওয়ার পর তাঁর ছেলে বাগানটির দেখভাল করছেন। ৩৩ একর বালু জমিতে ২ হাজারের বেশি শিমুলগাছ আছে। বসন্তের আগে থেকে হাজারো গাছে ফুটতে শুরু করে ফুল। শিমুলের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। এ যেন ফাগুনের মোহনায় শিমুলের রাজ্য! এ সময়ে পর্যটকদের প্রিয় স্থানের তালিকায় শিমুলবাগান। শিমুলবাগানের এমন সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এখানে আসেন পর্যটকেরা।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২