জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শুক্রবার সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় বিভিন্ন দুর্ঘটনায় আগুন নেভানো, প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া ও উদ্ধারকাজের প্রতীকী চিত্র তুলে ধরা হয়। এ বছর দুর্যোগ প্রস্তুতি দিবসের স্লোগান ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’।