সিত্রাংয়ের প্রভাব

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বরিশালে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বরিশাল ও মাদারীপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুরের পর উপকূলীয় জেলাসহ সারা দেশ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশের চিত্র ছবিতে।

১ / ৯
সিত্রাংয়ের প্রভাবে আজ আবারও জোয়ারের পানি সড়কে চলে আসে। দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। বেলা ১টায় পাইকারি বাজার খাতুনগঞ্জ, চট্টগ্রাম, ২৫ অক্টোবর
ছবি: জুয়েল শীল
২ / ৯
সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া, ২৫ অক্টোবর
ছবি: শাহাদৎ হোসেন
৩ / ৯
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টি হয়েছে। পয়োনালা অপরিষ্কার থাকায় পানি নিষ্কাশন ধীরগতিতে হওয়ায় সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। আশপাশের ডাইং কারখানার দূষিত কালো পানি মিশেছে বৃষ্টির পানির সঙ্গে। চরম ভোগান্তিতে পথচারীরা। জেলা পরিষদ এলাকা, সুগন্ধা মসজিদ সড়ক, নারায়ণগঞ্জ, ২৫ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৪ / ৯
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি স্থানে জোয়ারের আঘাতে সড়কটি অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবরাং বাহারছড়ার শ্মশান পয়েন্টের, টেকনাফ, ২৫ অক্টোবর
ছবি: প্রথম আলো
৫ / ৯
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে খুলনা শহরের সড়কগুলো পানিতে ডুবে যায়। সে পানি নামেনি অনেক সড়ক থেকে। বয়রা বাজার থেকে গোয়ালখালী পর্যন্ত সড়কটিতে জলাবদ্ধতায় ভোগান্তি সৃষ্টি হয় জনজীবনে। মুজগুন্নী আবাসিক এলাকা, খুলনা, ২৫ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৯
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আতঙ্ক শেষ হলেও সেই ২০০ মিটার বিলীন বেড়িবাঁধ দিয়ে আজও ঢুকছে জোয়ারের পানি। ডুবেছে জেলেপাড়া। ঘোড়ামরা বেড়িবাঁধ এলাকা, সোনাইছড়ি ইউনিয়ন, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৫ অক্টোবর
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৭ / ৯
ঘূর্ণিঝড়ের প্রভাবে সড়কের ওপর গাছ, তোরণ ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়। তা অপসারণের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ধানুকা, শরীয়তপুর, ২৫ অক্টোবর
ছবি: সত্যজিৎ ঘোষ
৮ / ৯
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাতে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় দৌলতদিয়ার ৫ নম্বর বড় ফেরিঘাটের রো রো পন্টুন। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
৯ / ৯
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে ধানখেতের। হেলে পড়ে যাওয়া ধানগাছগুলো তোলার চেষ্টা করছে কৃষক ফয়সাল। অরণ্যপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২৫ অক্টোবর
ছবি: এম সাদেক