ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সড়ক ও বাড়িতে লক্ষণীয় সংখ্যক গাছ উপড়ে পড়েছে। অথচ এ ধরনের সাধারণ ঝড়ে অতীতে কখনো এত গাছ উপড়ে পড়েনি। প্রকৃতি ও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৭৫ কিলোমিটার। রাজধানীসহ দেশের অন্তত ২০ জেলায় বাড়ি ও উম্মুক্ত স্থানে, বিশেষ করে, পার্ক ও সামাজিক বনায়ন হয়েছে এমন এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। সেই সঙ্গে বৃষ্টিসহ দমকা বাতাসের কারণে আমন ধানগাছগুলো হেলে পড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

১ / ১১
ঘূর্ণিঝড়, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে আমন খেতের ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। সুন্দ্রাগাঁও হাওর, গোয়াইনঘাট, সিলেট
ছবি: আনিস মাহমুদ
২ / ১১
ঘূর্ণিঝড়ে কাঁচা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ারণ, বরমী, শ্রীপুর, গাজীপুর
ছবি: সাদিক মৃধা
৩ / ১১
ঝড়ে বাকেরগঞ্জ-বেতাগী-বরগুনা সড়কের ওপর পড়ে আছে রেইনট্রি গাছ। যানবাহন চলাচল সচল করার জন্য সে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। পূর্ব মহেশপুর, পাদ্রিশিবপুর, বাকেরগঞ্জ, বরিশাল
ছবি: সাইয়ান
৪ / ১১
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের খেত। শিষ বের হওয়া ধান তোলার চেষ্টা করছেন এক কৃষক। পিয়ারপুর, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১১
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ উপড়ে বসতঘর বিধ্বস্ত হয়েছে। বরগুণা, বরিশাল
ছবি: প্রথম আলো
৬ / ১১
ঝড়ের কবলে পড়ে কিশোরগঞ্জ শহরের বটতলা মোড়ের দুইশ বছরের ঐতিহ্য বটগাছটি উপড়ে পড়েছে। বটতলা মোড়, কিশোরগঞ্জ
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ১১
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীর বাউফল উপজেলায় গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি। ধানদী, চন্দ্রদ্বীপ, পটুয়াখালী
ছবি: মিজানুর রহমান
৮ / ১১
ঝোড়ো হাওয়ায় কৃষক শৈলাশ চন্দ্র দাসের জমির ধান নুয়ে পানিতে ভাসছে। সে ধানগাছ সোজা করে বেঁধে দিচ্ছেন তিনি। গণ্ডগ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া
ছবি: সোয়েল রানা
৯ / ১১
ঝড়ের কবলে ভোলার সরকারি উচ্চবিদ্যালয়ের একটি রেইনট্রি ভেঙে পড়েছে। ভোলা
ছবি: নেয়ামতউল্যাহ
১০ / ১১
ঝোড়ো হাওয়ায় আমন ধান জমিতে নুয়ে পড়েছে। মহেষখালীয়াপাড়া, টেকনাফ
ছবি: প্রথম আলো
১১ / ১১
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের ওপরে গাছ উপড়ে পড়ে। সাইন্সল্যাব, ধানমন্ডি, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ