আদরের বিড়ালকে কেউ পরিয়েছেন বাহারি পোশাক। কেউবা আবার সাজিয়েছেন বিচিত্র সব সাজে। কোনো কোনো বিড়ালের চোখে ছিল রঙিন চশমা। কোনোটির সাজে ভিন্নতা এনেছে ‘বো’ টাই, টুপি ও মুকুট। পোষা বিড়ালকে নিয়ে ছিল র্যাম্পে হাঁটার প্রতিযোগিতাও। আজ শুক্রবার রাজধানীর মিরপুর ১ নম্বরের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ভিন্ন এ আয়োজন করা হয়। ঢাকা ক্যাট শো নামের এ আয়োজনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিজেদের বিড়াল নিয়ে আসেন বিড়ালপ্রেমীরা। অনুষ্ঠানে পার্সিয়ান বা মিশ্র জাতের বিড়ালের পাশাপাশি ছিল দেশি বিড়ালও। দেখা যায়, রাস্তার অসহায় বিড়ালও।