জাবিতে ‘হিম উৎসব’

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উদ্‌যাপিত হলো ‘হিম উৎসব’। শীতকে বরণ করতে শিক্ষার্থীদের সংগঠন ‘পরম্পরায় আমরা’ প্রতি শীতে এ আয়োজন করে থাকে। তবে করোনার কারণে গত তিন বছর উৎসব হয়নি। এবার এ উৎসবের স্লোগান ছিল ‘রূপান্তরের যাত্রাপথে শেকড় হোক সঙ্গী’। গত মঙ্গলবার থেকে তিন দিনের এ আয়োজনে ভাবগানের আসর, বহস্বরের গান, কবিগান, লাঠিখেলা নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজন ছিল। এবার ‘হিম উৎসব’ উৎসর্গ করা হয় নির্মাণশ্রমিক শাহের আলীসহ ‘কাঠামোগত’ হত্যাকাণ্ডের শিকার সব শ্রমিককে। উৎসবমুখর এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সবার জন্য উন্মুক্ত ছিল।

ছবিগুলো বুধবার তোলা। তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী আশরাফুল আলম।

১ / ১২
উৎসবের জন্য সাজানো হচ্ছে মঞ্চ।
২ / ১২
শিল্পী ফারিয়া খানমের ‘সত্তার প্রতিফলন’ শীর্ষক পারফরম্যান্স আর্ট
৩ / ১২
শিল্পী আফসানা হাসানের ‘হোয়্যার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার গন’ শীর্ষক পারফরম্যান্স আর্ট।
৪ / ১২
‘ধর্ষণ’ শিরোনামে নিজের পারফরম্যান্স আর্ট প্রদর্শন করছেন শিল্পী অমিতাভ সরকার।
৫ / ১২
খেলা দেখাচ্ছেন দুই লাঠিয়াল।
৬ / ১২
খেলা দেখার আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা।
৭ / ১২
বাদ্যের তালে তালে চলছে লাঠিখেলা।
৮ / ১২
দুই হাতে লাঠি ঘোরাচ্ছেন এক লাঠিয়াল।
৯ / ১২
মাটিতে বসে লাঠিখেলা দেখছেন দর্শকেরা।
১০ / ১২
‘অস্তিত্বের সন্ধান’ শীর্ষক নিজের পারফরম্যান্স আর্ট প্রদর্শন করছেন শিল্পী সুমন বিশ্বাস।
১১ / ১২
পারফরম্যান্স আর্ট প্রদর্শনের সময় ছবি তুলছেন অনেকেই।
১২ / ১২
সন্ধ্যায় বসে কবিগানের আসর।