বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩৬০ বছর আগে বসতি স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষেরা। এই বাড়ি নির্মাণ করেন বঙ্গবন্ধুর পূর্বপুরুষ জমিদার শেখ কুদরতউল্লা। দরজা, জানালায় সেগুন কাঠের কারুকাজে বাড়িটি নির্মাণ করা হয়েছে।১৯২০ সালের ১৭ মার্চ এ বাড়িতে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে এ বাড়িতেই। বাড়ির বিভিন্ন অংশে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি। স্থানীয় লোকজন বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে অনেক ইতিহাসের সাক্ষী বাড়িটি। প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে বাড়িটির সংরক্ষণ করা হয়েছে।

১ / ৭
দেয়াল থেকে পলেস্তারা সরিয়ে পুরোনো আদলে করা হয়েছে পলেস্তারা।
২ / ৭
বাড়ির একাংশে রয়েছে বৈঠকখানার আসবাব।
৩ / ৭
প্রবেশমুখেই চোখে পড়বে সেগুনকাঠের কারুকাজসংবলিত দরজা।
৪ / ৭
জানালায়ও রয়েছে সেগুনকাঠের নজরকাড়া কারুকাজ।
৫ / ৭
বাড়ির আরেকটি অংশ।
৬ / ৭
ফিরিয়ে আনা হয়েছে বাড়িটির জরাজীর্ণ পুরোনো আদলটি।
৭ / ৭
বাড়ির পাশ ঘেঁষে প্রবাহিত ছোট একটি খাল। খালের পাড়ে বাঁধানো হিজলগাছ। এখানে বঙ্গবন্ধু ছোটবেলায় গোসল করতেন।