অযত্নে বিআরটিসির বাস

চট্টগ্রামে বিআরটিসির বাস ডিপোর ওয়ার্কশপে অযত্ন-অবহেলায় পড়ে আছে বাসগুলো। বর্তমানে ডিপোয় চলাচলযোগ্য বাস রয়েছে ৬৯টি। এগুলোর মধ্যে ১৮টি আনা হয় ২০১৮ সালে। অন্যগুলো আরও পুরোনো। এর বাইরে ২৬টি বাস বিকল হয়ে পড়ে আছে ডিপোয়। এখানে কয়েক বছর আগে নষ্ট হওয়া গাড়িও রয়েছে। বিকল গাড়ির মধ্যে পাঁচটির মেরামতকাজ চলছে। বিকল গাড়িগুলোতে জমে আছে ধুলা। কয়েকটিতে ধরেছে জং। এক পাশে দুটি গাড়ির মেরামতকাজ করছেন মিস্ত্রিরা। চট্টগ্রামের হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকায়।
১ / ৮
খোলা আকাশের নিচে এভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গাড়ি।
২ / ৮
বেশির ভাগ গাড়িতে ধরেছে জং।
৩ / ৮
গাড়ির ভেতরে ধুলা আর মাকড়সার জাল।
৪ / ৮
পুরো গাড়িতে জমেছে ধুলা।
৫ / ৮
বৃষ্টির পানিতে অনেক গাড়িতে পড়েছে শেওলা।
৬ / ৮
গাড়ি রাখার স্থানে আগাছা জন্মে পরিণত হচ্ছে জঙ্গলে।
৭ / ৮
জরাজীর্ণ গাড়ি।
৮ / ৮
গাড়ি মেরামতের কাজ করছেন মেকানিকরা।