চট্টগ্রাম নগরে বেহাল পদচারী-সেতু

চট্টগ্রাম নগরে এখন মাত্র ছয়টি পদচারী-সেতু আছে। এগুলোর মধ্যে তিনটি কোনোভাবে ব্যবহার করা হয়। দুটির প্রবেশমুখে অবৈধ দোকান ও ময়লা-আবর্জনা থাকায় তা ব্যবহার করতে পারেন না পথচারীরা। অপরটি চলন্ত পদচারী-সেতু। এটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। চট্টগ্রাম নগরের পদচারী-সেতুগুলোর অবস্থা নিয়ে এবারের ছবির গল্প। গতকাল মঙ্গলবার ছবিগুলো তোলা।

১ / ১০
নিউমার্কেট এলাকায় পদচারী-সেতুতে ওঠার মুখে কাপড়ের অবৈধ দোকান।
২ / ১০
নিউমার্কেট এলাকায় মুঠোফোনের বিভিন্ন সরঞ্জামের দোকান দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে পদচারী-সেতুতে ওঠার সিঁড়ি।
৩ / ১০
পদচারী-সেতুর সিঁড়িতে রাখা হয়েছে বাঁশ, আছে তার।
৪ / ১০
পদচারী-সেতুর ওপর ফেলে রাখা হয়েছে কাঠের আসবাব।
৫ / ১০
পদচারী-সেতুর সিঁড়িতে রাখা হয়েছে সাইকেল, আসবাব।
৬ / ১০
পদচারী-সেতুর ওপর ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা।
৭ / ১০
অকেজো চলন্ত পদচারী-সেতুর ওপর ঘুমাচ্ছেন এক ব্যক্তি।
৮ / ১০
অকেজো হয়ে পড়ে থাকা চলন্ত পদচারী-সেতুর একটি অংশ খুলে নিয়ে গেছে কেউ।
৯ / ১০
পদচারী-সেতু ব্যবহারের অনুপযোগী। তাই ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন লোকজন।
১০ / ১০
সড়ক বিভাজক টপকে পার হচ্ছেন এক পথচারী।