চট্টগ্রাম নগরে এখন মাত্র ছয়টি পদচারী-সেতু আছে। এগুলোর মধ্যে তিনটি কোনোভাবে ব্যবহার করা হয়। দুটির প্রবেশমুখে অবৈধ দোকান ও ময়লা-আবর্জনা থাকায় তা ব্যবহার করতে পারেন না পথচারীরা। অপরটি চলন্ত পদচারী-সেতু। এটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। চট্টগ্রাম নগরের পদচারী-সেতুগুলোর অবস্থা নিয়ে এবারের ছবির গল্প। গতকাল মঙ্গলবার ছবিগুলো তোলা।