গোমতী নদীতে মাছ ধরার উৎসব

কুমিল্লার ওপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র নদী গোমতী। এই নদীতে এখন পানি কমে গেছে। নদীতে পানির এখন যে গভীরতা, তা মাছশিকারিদের জন্য বেশ অনুকূল। প্রতিবছর এই সময়ে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শৌখিন মৎস্যশিকারিরা একত্র হয়ে পলো দিয়ে গোমতী নদীতে মাছ শিকার করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। মাছ ধরার এই উৎসব নিয়ে এবারের ছবির গল্প। ছবিগুলো গতকাল সোমবার কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তোলা।

১ / ১০
পলো নিয়ে নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন লোকজন।
২ / ১০
মাছ শিকার করতে নদীতে নেমে পড়েছেন অনেকে।
৩ / ১০
দল বেঁধে মাছ শিকার পরিণত হয় উৎসবে।
৪ / ১০
নদীতে চলছে মাছ শিকার।
৫ / ১০
মূলত শখের বসে অনেকে এই উৎসবে যোগ দেন।
৬ / ১০
গলাসমান পানিতে পলো দিয়ে একটি মাছ ধরেছেন এক ব্যক্তি।
৭ / ১০
মাছ নিয়ে নদীর পাড়ে উঠছেন একজন।
৮ / ১০
নদীতে ধরা পরে রুই, কাতলাসহ বিভিন্ন ধরনের মাছ।
৯ / ১০
মাছ ধরার পর তা ব্যাগে ভরছেন একজন।
১০ / ১০
মাছ ধরার পর নদীর পাড়ে এসে তা দেখাচ্ছেন এক ব্যক্তি।