পাহাড়ে হলুদের হাট

পাহাড়ি শুকনা হলুদের জমজমাট বেচাকেনার হাট বসে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা মহাজনপাড়ায়। হলুদের রং আর মানভেদে প্রতি মণ ৪ হাজার ৭০০ থেকে ৫ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের রোববার সাপ্তাহিক হাট বসে সেখানে। প্রায় কোটি টাকার হলুদ বেচাকেনা হয়। ক্রেতারা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ করে চট্টগ্রামের আড়তদারেরা আসেন হলুদ কিনতে। পাহাড়ে হলুদের চাষ হয় বাণিজ্যিকভাবে। এ হলুদের ভরা মৌসুম এখন। রাঙামাটির বিভিন্ন এলাকায় চলছে হলুদ নিয়ে তোড়জোড়। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১১
চাষিদের কাছ থেকে কাঁচা হলুদ কিনেছেন স্থানীয় এক পাইকার। কেনার পর স্তূপ করছেন মাঠে। সেদ্ধ করার পর ওখানে রোদে শুকিয়ে নেবেন হলুদ। ওয়াগ্গা মহাজনপাড়া, কাপ্তাই, রাঙামাটি
২ / ১১
তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর এক তরুণ নিজের খেত থেকে হলুদ তুলে এনে সেদ্ধ করার পর রোদে শুকাতে দিচ্ছেন। ওয়াগ্গা মহাজনপাড়া, কাপ্তাই, রাঙামাটি
৩ / ১১
শহর থেকে আসা এক পাইকার কিনেছেন মুড়া হলুদ। ঢেলে বাছাই করছেন হলুদ। কুদুকছড়ি গ্রামীণ হাট, রাঙামাটি
৪ / ১১
ঝুড়িতে ভরে ক্রেতার কাছে হলুদ নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। কুদুকছড়ি গ্রামীণ হাট, সদর, রাঙামাটি
৫ / ১১
বস্তায় বস্তায় হলুদ নিয়ে বিক্রির জন্য হাটে এসেছেন চাষিরা। ওয়াগ্গা মহাজনপাড়া, কাপ্তাই, রাঙামাটি
৬ / ১১
জুমচাষিরা পাহাড় থেকে ঝুড়িতে করে হলুদ নিয়ে এসেছেন হাটে। ওয়াগ্গা মহাজনপাড়া, কাপ্তাই, রাঙামাটি
৭ / ১১
শহর থেকে আসা হলুদের পাইকারি ক্রেতারা হলুদ কিনে বস্তায় ভর্তি করছেন। কুদুকছড়ি, রাঙামাটি
৮ / ১১
ঝুড়ির হলুদ দেখছেন একজন। ওয়াগ্গা মহাজনপাড়া, কাপ্তাই উপজেলা, রাঙামাটি
৯ / ১১
পাহাড়ি তরুণ হলুদচাষি। মুঠোফোনে আড়তদারের কাছে হলুদের দাম জেনে নিচ্ছেন। কুদুকছড়ি, রাঙামাটি
১০ / ১১
চাষিদের কাছ থেকে হলুদ কেনার পর ওজন দেখে নিচ্ছেন এক ক্রেতা। কুদুকছড়ি, রাঙামাটি
১১ / ১১
বিক্রি শেষে টাকা গুনে হিসাব মিলিয়ে নিচ্ছেন এক হলুদচাষি। কুদুকছড়ি, রাঙামাটি