তাজা শাকসবজি, ফলের বাজার কুতুকছড়ি

প্রতি রোববার বসে রাঙামাটির কুতুকছড়ি বাজার। এ বাজারে বেচাকেনা চলে ভোর থেকে দুপুর পর্যন্ত। সপ্তাহে এক দিন বসে বলে ক্রেতা-বিক্রেতার সমাগম হয় বেশি। হরেক রকমের পণ্য বিক্রি হয় এখানে। বিশেষ করে তরতাজা শাকসবজি ও ফলমূল। পণ্যের দামও তুলনামূলক কম। পাইকারদের মাধ্যমে এ বাজার থেকে পণ্য যায় দেশের বিভিন্ন স্থানে।

১ / ১৮
দুর্গম পাহাড়ি এলাকা থেকে পণ্য নিয়ে বাজারে যাচ্ছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কয়েক নারী।
২ / ১৮
দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাজারে যান তাঁরা।
৩ / ১৮
বাহারি সব সবজিতে জমে উঠেছে বাজার।
৪ / ১৮
বাঁশের তৈরি বিশেষ চোঙায় বিক্রি হয় দুধ ও দই।
৫ / ১৮
বাঁশ ও বেতের তৈরি সরঞ্জাম পাহাড়িরা বেশি ব্যবহার করে থাকে।
৬ / ১৮
বাঁশের তৈরি ঝুড়ি কিনে বাড়িতে ফিরছেন একজন।
৭ / ১৮
বাজারের বেশির ভাগ ক্রেতা-বিক্রেতা নারী।
৮ / ১৮
চলছে কেনাবেচা।
৯ / ১৮
গান গেয়ে গেয়ে বিক্রি করা হচ্ছে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার নাপ্পি।
১০ / ১৮
এসব সুতা দিয়ে বানানো হয় পাহাড়িদের ঐতিহ্যবাহী কাপড়।
১১ / ১৮
পাহাড়ি আনারস। এসব বিক্রি হবে পাইকারি দরে।
১২ / ১৮
এই আনারস নিয়ে যাওয়া হবে দেশের নানা স্থানে।
১৩ / ১৮
পাইকারি দরে কেনার পর গাড়িতে বোঝাই করা হচ্ছে কলা।
১৪ / ১৮
বিক্রির জন্য আনা হয়েছে পাহাড়ি হলুদ।
১৫ / ১৮
টমেটো বাছাই করছেন এক ক্রেতা।
১৬ / ১৮
সবজি কিনছেন এক ক্রেতা।
১৭ / ১৮
বাজার শেষে চাঁদের গাড়ি করে বাড়িতে ফেরা।
১৮ / ১৮
পণ্য বিক্রি করে দুর্গম পথ পাড়ি দিয়ে বাড়িতে ফিরছেন কয়েকজন।