ষড়ঋতুর বাংলাদেশে এখন শীতকাল। শীতে কেউ ভোগান্তিতে পড়েন আবার কেউ উদ্যাপন করেন। গ্রামীণ জীবন মানসে তাই এ ঋতুর প্রভাব সবচেয়ে বেশি। কুয়াশার চাদর মুড়িয়ে আবির্ভূত হয় শীতের সকাল। ঘন কুয়াশায় মাঝেমধ্যে উঁকি দেয় সূর্য। দিন শেষে পড়ন্ত বিকেলে আবারও কুয়াশা ঢাকা পড়ে প্রকৃতি। হাওরপারের শীতকাল অন্য রকম। শীতের বিকেলেও কাজে ব্যস্ত থাকেন হাওরপারের মানুষ। ধানখেতে দেখা মেলে পাখির বিচরণ। হাঁটু পানিতে কেউ মাছ ধরেন, আবার কেউ বোরো চাষে ব্যস্ত থাকেন সন্ধ্যা পর্যন্ত। শীতের পড়ন্ত বিকেলের কয়েকটি ছবি নিয়ে এ গল্প। ছবিগুলো সিলেট সদরের চামাউড়াকান্দি, বাউয়ারকান্দি হাওর থেকে তোলা।