শহরে শরৎ উৎসব

ইট-কাঠের রাজধানী শহরে নেই শুভ্র কাশবন। উঁচু দালানে আকাশ ঢাকা। নীল আকাশজুড়ে তুলার মতো পেঁজা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্য চোখ পড়া দুষ্কর। তবু প্রকৃতির নিয়ম তো আটকে রাখা যায় না। কোথাও না কোথাও আছে ওসব। শরতের শুভ্রতা নিয়ে ফুটছে শিউলি। নগর জীবনে শরতের স্নিগ্ধতা উপলব্ধি করতে আজ শুক্রবার ছুটির দিনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে শরৎ উৎসবের। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দিনব্যাপী এ উৎসব হয়। ছবি তুলেছেন দীপু মালাকার

১ / ১৩
‘শরৎ উৎসব ১৪২৯’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
২ / ১৩
ফুলের মালা কিনছেন এক নারী
৩ / ১৩
মঞ্চে ওঠার আগে মেয়েকে সাজিয়ে দিচ্ছেন মা
৪ / ১৩
শরৎ উৎসবে ফুলের মালা যেন এক অবিচ্ছেদ্য অংশ
৫ / ১৩
শরৎ নিয়ে একক সংগীত পরিবেশন করছে শিশুশিল্পীরা
৬ / ১৩
শরৎ উৎসব ১৪২৯’–এ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
৭ / ১৩
উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
৮ / ১৩
উৎসব প্রাঙ্গণ নানা বয়সী মানুষের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। তাদের পরনে বাহারি পোশাক
৯ / ১৩
নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
১০ / ১৩
মঞ্চজুড়ে ছড়িয়ে রয়েছে কাঠগোলাপ
১১ / ১৩
কবিতা আবৃত্তি করছেন আবৃত্তিকার
১২ / ১৩
নৃত্যের তালে তালে শরৎ উদ্‌যাপন
১৩ / ১৩
শরৎ নিয়ে দলীয় সংগীত পরিবেশন করছে শিশুশিল্পীরা