চম্পাতলী ঘাটে ইলিশ আসছে, কিন্তু দাম চড়া

পুরান ঢাকার চম্পাতলী মাছঘাট। বহু বছরের ঐতিহ্যবাহী মাছ বেচাকেনার পাইকারি বাজার। ভোরের আলোয় আশপাশ দৃশ্যমান হওয়ার আগেই মাছের হাট বসে যায় এখানে। নৌপথে আসা দেশি মাছ ও সামুদ্রিক মাছ বিক্রি হয় এখানে। ইলিশের ভরা মৌসুম হলেও বাজারে জোগান তুলনামূলক অনেক কম। তাই দামও চড়া। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২৫০ টাকায়। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা মাছ বিক্রেতারা মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। সুলভ মূল্যে দেশি মাছ কিনতে সাধারণ মানুষ ভিড় করেছেন সকাল সকাল। আজ (রোববার) ভোরে ছবিগুলো তোলা।

১ / ১০
সব মাছের দামই তুলনামূলক চড়া। তাই ক্রেতাদের ভিড়ও তুলনামূলক কম।
২ / ১০
ভোলা থেকে আসা ইলিশ মাছ বড়-ছোট হিসাবে আলাদা করছেন পাইকারি বিক্রেতারা।
৩ / ১০
ক্রেতাদের আকৃষ্ট করতে ইলিশ মাছ তুলে ধরেছেন এক বিক্রেতা।
৪ / ১০
খাতায় বিক্রির হিসাব লিখে রাখছেন ব্যাপারীর ক্যাশিয়ার।
৫ / ১০
ইলিশের মান বোঝার চেষ্টা করছেন এক খুচরা মাছ বিক্রেতা।
৬ / ১০
মাছ সতেজ রাখতে চাই বরফ। মাছ বিক্রেতাদের জন্য ভ্যানে করে আনা বরফ নিয়ে যাচ্ছেন একজন।
৭ / ১০
জীবন্ত পাঙাশ মাছ ড্রাম থেকে ট্রে-তে ঢেলে সাজাচ্ছেন এক বিক্রয়কর্মী।
৮ / ১০
পলিথিনের মধ্যে সামুদ্রিক মাছ টুনা।
৯ / ১০
মাছ বিক্রেতাদের খাওয়ার জন্য ছোলা-মুড়ির সঙ্গে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী দধি-মাঠা বিক্রির আয়োজন।
১০ / ১০
ছোট দেশি মাছ কিনছেন একজন সাধারণ ক্রেতা।