চম্পাতলী ঘাটে ইলিশ আসছে, কিন্তু দাম চড়া
পুরান ঢাকার চম্পাতলী মাছঘাট। বহু বছরের ঐতিহ্যবাহী মাছ বেচাকেনার পাইকারি বাজার। ভোরের আলোয় আশপাশ দৃশ্যমান হওয়ার আগেই মাছের হাট বসে যায় এখানে। নৌপথে আসা দেশি মাছ ও সামুদ্রিক মাছ বিক্রি হয় এখানে। ইলিশের ভরা মৌসুম হলেও বাজারে জোগান তুলনামূলক অনেক কম। তাই দামও চড়া। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২৫০ টাকায়। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা মাছ বিক্রেতারা মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। সুলভ মূল্যে দেশি মাছ কিনতে সাধারণ মানুষ ভিড় করেছেন সকাল সকাল। আজ (রোববার) ভোরে ছবিগুলো তোলা।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০