চট্টগ্রামে সড়ক অবরোধে দুর্ভোগ, পরে সংঘর্ষ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচারের দাবিতে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ শুরু করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতা-কর্মীরা। এ সময় সড়কে লেগে থাকে যানজট। দুর্ভোগে পড়ে যাত্রী ও নগরবাসী। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল অবরোধকারী ব্যক্তিদের সড়ক থেকে সরে যেতে বলে। এ সময় অবরোধকারীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে অবরোধকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর একটি দল। চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে অবরোধ, ভোগান্তি ও সংঘর্ষের চিত্র নিয়ে ছবির গল্প

১ / ৮
অবরোধ করায় মুরাদপুর মোড়ে যানজট তৈরি হয়
২ / ৮
সড়কের ওপর পাথর ফেলে অবরোধ করা হয়
৩ / ৮
পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন অবরোধকারীরা
৪ / ৮
সাউন্ড গ্রেনেড ছুড়ে অবরোধকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ
৫ / ৮
কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ
৬ / ৮
অবরোধকারীদের ধাওয়া দেয় পুলিশ
৭ / ৮
অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ওই পথ দিয়ে চলাচলকারীরা
৮ / ৮
অবরোধকারী একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ