আনারসের হাট

সপ্তাহে দুই দিন আনারসের হাট বসে টাঙ্গাইল জেলার মধুপুরের জলছত্র বাজারে। প্রতি শুক্র ও মঙ্গলবার হাটের দিন। আশপাশের এলাকার চাষিরা নিজেদের জমির আনারস বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে আসেন। ভোর থেকেই শুরু হয় ক্রেতা–বিক্রেতার সরব উপস্থিতি। ছবিগুলো সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর থেকে তোলা হয়েছে।

১ / ৫
সদ্য গাছ থেকে কাটা আনারসগুলোকে সাইকেলে সাজিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাষিরা
২ / ৫
সাইকেলের উভয় পাশে ৫০টি করে আনারস রাখা হয়েছে, যাতে সাইকেলের ভারসাম্য বজায় থাকে। প্রতিটি সাইকেলে তাঁরা ১০০টি আনারস সাজিয়েছেন
৩ / ৫
জলছত্র বাজারে পৌঁছানোর পর বাগানমালিকেরা সাইকেলগুলোকে রাস্তার দুই পাশে রাখেন। সেখান থেকে কিনে নেন পাইকারি ব্যবসায়ীরা
৪ / ৫
ব্যাপারীরা আকারভেদে ২ হাজার-২ হাজার ৫০০ টাকায় ১০০টি আনারস কিনে নেন। এভাবে পাইকাররা সকাল থেকে দুপুর পর্যন্ত আনারস কিনে কিনে এক জায়গায় জমা করে রাখেন
৫ / ৫
দুপুরের পরে তাঁরা আনারসগুলোকে ট্রাকে ভর্তি করেন। এভাবেই প্রতিদিন হাজারো তরতাজা আনারস জলছত্র বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়