বগুড়া থেকে রাজশাহীতে আসার পথে বাসের আসনে বসাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে চালক ও চালকের সহকারীদের কথা–কাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে পৌঁছালে ওই শিক্ষার্থীর সঙ্গে আবার বাগ্বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। হয় ধাক্কাধাক্কি। পরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় ব্যবসায়ীরা। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন। এরপর দফায় দফায় সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ বক্সে আগুন দেন ও বিনোদপুরের দোকানপাট ভাঙচুর করে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি।