রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় রোলিং মিল বস্তিতে গতকাল সোমবার রাত আটটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও স্থানীয় মানুষের সহায়তায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বস্তির শতাধিক ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যাঁর যাঁর ঘরের জায়গা থেকে পোড়া টিন, টাকা, লোহার আলমারি, অলংকার খুঁজছেন বাসিন্দারা। পোড়া ঘরের স্থানে বসে সব হারিয়ে কাঁদছেন কেউ কেউ। ধোঁয়া থেকে আগুন বের হচ্ছে কোথাও কোথাও, তা নেভানোর চেষ্টা করছেন স্বেচ্ছাসেবীরা।