ধ্বংসস্তূপে খুঁজছেন মূল্যবান জিনিস, কাঁদছেন ঘরপোড়ারা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় রোলিং মিল বস্তিতে গতকাল সোমবার রাত আটটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও স্থানীয় মানুষের সহায়তায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বস্তির শতাধিক ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যাঁর যাঁর ঘরের জায়গা থেকে পোড়া টিন, টাকা, লোহার আলমারি, অলংকার খুঁজছেন বাসিন্দারা। পোড়া ঘরের স্থানে বসে সব হারিয়ে কাঁদছেন কেউ কেউ। ধোঁয়া থেকে আগুন বের হচ্ছে কোথাও কোথাও, তা নেভানোর চেষ্টা করছেন স্বেচ্ছাসেবীরা।

১ / ১২
এই স্থানেই ছিল তাঁর ঘর। গতকাল লাগা আগুনে তা পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া সেই ঘর দেখিয়ে কাঁদছিলেন এই ব্যক্তি।
২ / ১২
বস্তির টিনগুলো পুড়ে মুড়িয়ে গেছে। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা।
৩ / ১২
গতকাল সন্ধ্যায় আগুন লাগলেও আজ সকালেও সেখানে ধোঁয়া দেখা যায়।
৪ / ১২
ভাতের এই হাঁড়ি চুলায় বসিয়েছিলেন জেসমিন নামের এক নারী। সেভাবেই পুড়ে ছাই হয়ে গেছে হাঁড়িটি।
৫ / ১২
দুই সন্তান ও স্বামী নিয়ে এই ঘরে থাকতেন আঁখি বেগম। ঘরে ছিল টিভি, ফ্রিজ, আলমারি। এখন তা পুড়ে ছাই। পোড়া ঘরে কাঁদছিলেন তিনি।
৬ / ১২
নগদ টাকা পুড়েছে ৮০ হাজার। পুড়ে গলে যাওয়া অলংকার খুঁজে পেয়েছেন কিছু। তা–ই দেখাচ্ছিলেন এক নারী।
৭ / ১২
মূল্যবান বস্তু খুঁজে পাওয়ার আশায় ধ্বংসস্তূপে অনেককেই খোঁড়াখুঁড়ি করতে দেখা যায়।
৮ / ১২
টিনের বাড়ির দোতলায় আগুন ছড়িয়ে পড়লে, যা পেরেছে, তা নিয়েই নিরাপদে গেছেন বাসিন্দারা। পোড়া ঘরে শিশুর আদরের পুতুলটি পুড়ে পড়ে আছে।
৯ / ১২
শিক্ষার্থী সৈকতের ঘর ছিল এটি। ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। তবে সৈকতের জুতা জোড়ার অন্যটি পুড়ে ছাই হলেও একটি আছে অক্ষত।
১০ / ১২
মেঝেতে রাখা আলুগুলো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে।
১১ / ১২
বসতঘরের পোড়া টিন সংগ্রহের চেষ্টা করছেন এক নারী।
১২ / ১২
পোড়া স্থানের আরেক পাশের ধ্বংসস্তূপ এটি।