ধুলাচ্ছন্ন সাতমসজিদ রোড

রাজধানীর সাতমসজিদ রোডের ২৭ নম্বর সড়ক থেকে জিগাতলার কাছাকাছি এলাকা পর্যন্ত সড়ক বিভাজকের উন্নয়নের জন্য উপড়ে ফেলা হয়েছে গাছ। তুলে ফেলা হয়েছে ঢালাই করা দেয়াল। সরিয়ে ফেলা হয়েছে মাটি। আশপাশের পুরো এলাকায় মাটি ছড়িয়ে পড়েছে। এলাকায় তৈরি হয়েছে ধুলাচ্ছন্ন পরিবেশ। বিপাকে মানুষ। নাক চেপে পাড়ি দিতে হচ্ছে এলাকাটি। স্কুলে যাওয়া শিশু ও অভিভাবকেরা পড়েছেন প্রচণ্ড দুর্ভোগে।

১ / ৮
সড়কে গাড়ির চাপ বাড়লেই পুরো এলাকায় তৈরি হয় ধুলাচ্ছন্ন পরিবেশ
২ / ৮
কর্মস্থলগামী মানুষেরা পড়েছেন বিপাকে
৩ / ৮
সড়কে ছড়িয়ে পড়েছে মাটি
৪ / ৮
ধুলাচ্ছন্ন পরিবেশে স্কুলে যাওয়া শিশু–অভিভাবকেরা বিপাকে
৫ / ৮
যেখানে–সেখানে এলাকা দিয়ে যানবাহন সড়কের এপাশ দিয়ে ওপাশে যাচ্ছে। তাই দুর্ভোগে পথচারীরা
৬ / ৮
বাতাসে ধুলা। তাই নিশ্বাস নেওয়া কষ্ট হয়ে পড়েছে ওই এলাকায় চলাচল করা যাত্রীদের
৭ / ৮
বিপাকে এক পথচারী
৮ / ৮
ধুলা ছড়িয়ে পড়া এলাকা দিয়ে সড়ক পারাপার হচ্ছেন কয়েকজন পথচারী