জার্মান তরুণের ছোঁয়ায় রঙিন শাটল ট্রেন

জার্মান তরুণ লুকাস জিলিঞ্জারের হাতের ছোঁয়ায় বর্ণিল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। যেন শাটলের বিবর্ণ বগিগুলোয় ‘প্রাণ’ ফিরিয়ে দিয়েছেন তিনি। এতে ফুটে উঠছে  চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ঐতিহ্য। সোমবার বেলা ১টায় ফতেয়াবাদ স্টেশন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।

১ / ১৪
শাটলে স্থান পেয়েছে রয়েল বেঙ্গল টাইগার।
২ / ১৪
শাটল রাঙাতে ব্যস্ত জার্মান তরুণ লুকাস জিলিঞ্জার
৩ / ১৪
লুকাসের শিল্পকর্ম দেখছে লোকজন।
৪ / ১৪
আঁকার সময় ব্যবহৃত হাতের গ্লাভস
৫ / ১৪
সবুজের ভেতর উঁকি দিচ্ছে রঙিন শাটল
৬ / ১৪
বর্ণিল শাটলের ছবি তুলতে ব্যস্ত দুই তরুণ
৭ / ১৪
পুরোনো শাটলে রূপ পেয়েছে এমন নানা রঙিন চিত্রকর্ম
৮ / ১৪
লুকাসকে সঙ্গ দিতে জার্মান থেকে এসেছেন তাঁর স্ত্রী
৯ / ১৪
রঙিন শাটলের জানালা দিয়ে উঁকি দিচ্ছেন এক তরুণ
১০ / ১৪
ফতেয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা রঙিন শাটল
১১ / ১৪
শিল্পকর্মে ব্যবহৃত হচ্ছে এই রং
১২ / ১৪
জলধারার পাশ দিয়ে ছুটে চলছে রঙিন শাটল
১৩ / ১৪
রঙিন শাটলে করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শিক্ষার্থীদের
১৪ / ১৪
ক্যাম্পাসের উদ্দেশে ছুটছে বদলে যাওয়া শাটল