সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার তিনতলা একটি ভবনে আজ রোববার বেলা ১১টার দিকে বিস্ফোরণ হয়েছে। ভবনটির তিনতলার দেয়াল ও জানাল উড়ে গেছে। আশপাশের দোকানপাট ও ভবনে ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপ। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে ও হাসপাতালে স্বজনের কান্না। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর সায়েন্স ল্যাব মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

১ / ১১
ঘটনার পর দুর্ঘটনাস্থলে আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা।
২ / ১১
দুর্ঘটনাকবলিত ভবন।
৩ / ১১
ভবনের আশপাশে ছড়িয়ে পড়ে আসবাব ও ধ্বংসাবশেষ।
৪ / ১১
দুর্ঘটনায় নিহত হয়েছেন মান্নান নামের এক ব্যক্তি। ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সাহিদা বেগম।
৫ / ১১
নিহত শফিকুজ্জামানের স্ত্রী পপির আহাজারি। স্বজনের সমবেদনা। পপুলার হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
৬ / ১১
দুর্ঘটনাস্থলে আহত খায়রুলকে চিকিৎসা দিয়ে হুইলচেয়ারে নিয়ে যাচ্ছেন স্ত্রী সালমা। পপুলার হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
৭ / ১১
দুর্ঘটনাকবলিত এলাকায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ।
৮ / ১১
দুর্ঘটনাস্থলে পড়ে আছে আসবাবপত্র।
৯ / ১১
পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভিড় করে উৎসুক মানুষ।
১০ / ১১
দুর্ঘটনাস্থলের চিত্র।
১১ / ১১
পুরো এলাকায় চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি।