ফাগুন হাওয়ায় ঝরেছে পাতা

মাঘের সময় শেষ। প্রকৃতিকে বিদায় বলছে শীত। সিলেটের পাহাড়-টিলার বনভূমিতে শুরু হয়েছে পাতাঝরার গান। ঝরে পড়া গাছের পাতার ঠাঁই হয়েছে সবুজ টিলায়। পাতায় ঢাকা পড়েছে সবুজ পাহাড়-টিলা। শুকনা পাতা হারিয়ে ন্যাড়া মাথায় দাঁড়িয়ে আছে গাছগুলো। পুরোনো পাতা হারানো এই ন্যাড়া গাছগুলোই কিছুদিন পর নবপল্লবে সবুজ আর সজীব হয়ে উঠবে। পাতাঝরার এমন দিনে সিলেটের পাহাড়-টিলায় বইবে ফাগুন হাওয়া। ছবিগুলো সিলেটের হিলুয়াছড়া রাবারবাগান ও মালনীছড়া চা-বাগান থেকে তোলা।

১ / ১২
গাছের ঝরা পাতায় ঢেকে গেছে মেঠো পথ। সে পথে হাঁটছেন এক পথিক
২ / ১২
সবুজ টিলার গা ঢেকে গেছে ঝরাপাতায়
৩ / ১২
ফাগুন হাওয়ায় ঝরছে পাতা
৪ / ১২
টিলার চূড়া কিংবা টিলার গায় লেপটে আছে ঝরাপাতা
৫ / ১২
ফাগুন হাওয়ায় ঝরে পড়ছে গাছের শেষ পাতাগুলো
৬ / ১২
কিছু পাতার ঠাঁই হয়েছে মাটিতে। কিছু পাতা ঝরে পড়ার অপেক্ষায়।
৭ / ১২
বসন্তের আগে এমন রূপ নেয় সিলেটের বনভূমির গাছগুলো
৮ / ১২
সড়কের পাশের উঁচু টিলায় ঝরাপাতা
৯ / ১২
ঝরাপাতার ঠাঁই হয়েছে চা-গাছে
১০ / ১২
পাতা ঝরা গাছে পাখির বিচরণ
১১ / ১২
ঝরে পড়ার অপেক্ষায় পাতাগুলো
১২ / ১২
পাতাহীন গাছ শীতকে বিদায় জানাচ্ছে। আর এ পাশে বসন্তকে স্বাগত জানিয়ে ফুটে আছে শিমুল ফুল।