জলকেলি উৎসব

মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই মৈত্রী পানিবর্ষণ জলকেলি উৎসব। দুই দিকে সারি করে রাখা ড্রাম থেকে বাটিতে করে তরুণ–তরুণীরা একে অপরের দিকে পানি ছিটান। আজ রোববার (১৬ এপ্রিল) মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙাল হালিয়া স্কুল মাঠে এ উৎসব পালিত হয়। এ উপলক্ষে ওই এলাকায় স্থানীয় মানুষজনের সমাবেশ ঘটে।

১ / ৮
পানি নিয়ে সবাই প্রস্তুত।
২ / ৮
পানিতে ভাসছে নানা রকম পাত্র। তা দিয়ে ছোড়া হবে পানি।
৩ / ৮
শুরু জলকেলি উৎসব, তরুণদের দিকে পানি ছুড়তে থাকেন তরুণীরা।
৪ / ৮
মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই মৈত্রী পানিবর্ষণ জলকেলি উৎসব উপভোগ করতে এসেছেন অসংখ্য মানুষ।
৫ / ৮
পাত্রে পানি নিয়ে অন্যদের দিকে ছুড়ছেন তারা।
৬ / ৮
দ্রুতগতিতে পানি ছুড়ছেন তরুণীরা।
৭ / ৮
তরুণেরা পানি ছুড়ছেন অপর পাশে থাকা তরুণীদের দিকে।
৮ / ৮
তরুণ–তরুণীরা একে অপরের দিকে পানি ছুড়ছেন প্রবল বেগে।