পাহাড়ে নানান প্রজাপতি

পাহাড়ি এলাকাকে প্রজাপতির মিলনক্ষেত্র বলা যায়। বিভিন্ন রং ও আকারের হয়ে থাকে প্রজাপতি। উঁচু পাহাড়, ছড়া, চিরহরিৎ বন, গভীর বন, ছোট ছোট ঝোপঝাড় ও গ্রামীণ বনের হরেক রকম লতা–গুল্ম ও ফুল-ফলে এরা ঘুরে বেড়ায়। এ প্রজাতির প্রজাপতিগুলো প্রকৃতিগতভাবে সবুজ বনেবাদাড়ে বেশ দেখা মেলে।

১ / ১৫
কালো ও হালকা মেহেদি রঙের মাঝে সাদা ফোঁটা যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা নকশা। ল্যান্টেনা ফুলের রস খাচ্ছে। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি
২ / ১৫
ডোরাকাটা বেঙ্গল টাইগার প্রজাপতি নামে পরিচিত পাহাড়ে। এদের বিচরণক্ষেত্র ঝিরি–নালা হালকা ঘাসবনে। কচুপাতা থেকে পানি শোষণ করছে এটি। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি
৩ / ১৫
হলদেপাখা প্রজাপতি। পাখার দুই পাশ চোখ আকৃতির এবং ডোরাকাটা। এটি পাহাড়ি সড়কের পাশে ল্যান্টেনা ফুলের রস খেতে গেলে দেখা মেলে। রাঙামাটি-চট্টগ্রাম সড়ক, মহিষমারা এলাকা, রাঙামাটি
৪ / ১৫
ধলাপাখা প্রজাপতি। পাখাজুড়ে দাগ। এ প্রজাপতির দেখা মেলে সড়কের পাশে হালকা ঝোপঝাড়ের ল্যান্টেনা ফুলের রস খাওয়ার সময়। বোধিপুর, রাঙামাটি।
৫ / ১৫
হালকা হলদে রং পাখার চারদিকে নীলাভ রঙে ঘেরা। পাখার দুই পাশে দুটি চোখ আকৃতির দাগ। পাহাড়ি ছড়ার ভেজা বালুচরে পানি শোষণ করতে দেখা যায়। গঙ্গারামছড়া, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি
৬ / ১৫
লাল–কালো, সামান্য হলুদ আর পাখার চারদিকে সাদা ডানায় ঘেরা। এ প্রজাপতি বেশ চঞ্চল, সাধারণত চিরহরিৎ বনে বিচরণ করে। সীতা পাহাড়, কাপ্তাই, রাঙামাটি
৭ / ১৫
হলদে আবরণের মাঝে লাল ও সাদা ফোঁটা ফোঁটা দাগ। এ প্রজাপতিও পথের ধারে ল্যান্টেনা ফুলের রস খেতে দেখা যায়। যৌথ খামারপাড়া, সাপছড়ি, রাঙামাটি
৮ / ১৫
লালপরি প্রজাপতি। এ নামে পরিচিত পাহাড়ে। বাহারি রঙের নকশা করা পাখা। এদের বিচরণক্ষেত্র সব জায়গায়। ফুলের রস খাচ্ছে এটি। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি।
৯ / ১৫
কালোপাখা প্রজাপতি। লেজের নিচের অংশে হলদে ডোরাকাটা বাহারি রঙের। গ্রামীণ বাগানবাড়ির আঙিনায় রঙ্গন ফুলের রস খেতে এসেছে। বন ভাবনাকেন্দ্র এলাকা, স্বর্গপুর, রাঙামাটি
১০ / ১৫
গাঢ় হলদে রঙের প্রজাপতি। পাখাজুড়ে কালো দাগ। সদর উপজেলা, রাঙামাটি
১১ / ১৫
হালকা হলদে রঙের ডোরাকাটা প্রজাপতি। বসন্তে দেখা যায় এদের। ল্যান্টেনা ফুল থেকে রস খাচ্ছে। হর্টিকালচার সেন্টার, নানিয়ারচর, রাঙামাটি
১২ / ১৫
বড় প্রজাপতি (মথ)। এরা অলস স্বভাবের। এক জায়গায় বসলে দু-তিন দিন অবস্থান করে। গভীর বনে বসবাস হলেও মাঝেমধ্যে বাড়িঘরেও দেখা মেলে এদের। কংলাক পাহাড়, বাঘাইছড়ি, সাজেক, রাঙামাটি
১৩ / ১৫
সাদা–কালো ডোরাকাটা প্রজাপতি। এটি খুবই কম দেখা মেলে। ব্যাঙছড়ি, কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি
১৪ / ১৫
নীলপরি প্রজাপতি। পাহাড়ে এ নামে পরিচিত। এরা গ্রামীণ বনে বিচরণ করে। সব সময় ফুলের বাগানে ওড়াউড়ি করে রস খেতে দেখা যায়। নতুনপাড়া, রাঙামাটি
১৫ / ১৫
সাদা-কালো এ প্রজাপতির বিচরণক্ষেত্র পাহাড়ি ছড়ার পাড়ে। এদের মূলত স্যাঁতসেঁতে বালুকণায় বসে পানি শোষণ করতে দেখা যায়। মোনতলা আদাম, রাঙামাটি