ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আয়োজনে গতকাল শনিবার শুরু হয়েছে তিন দিনের ‘বাংলাদেশ বিজনেস সামিট’। সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি কর্ম–অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শন করা হচ্ছে। তিন দিনের সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীসহ দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের জন্য সব মিলিয়ে প্রায় ৭৫০ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নিবন্ধন করেছেন।
তিন দিনের সম্মেলনে বিনিয়োগের সম্ভাব্য খাত যেমন অবকাঠামো, দীর্ঘমেয়াদি অর্থায়ন, পোশাক ও বস্ত্র, ভোগ্যপণ্য, জ্বালানি নিশ্চয়তা, কৃষি ব্যবসা, অটোমোবাইল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সরকারি-বেসরকারি অংশীদারত্বসহ বিভিন্ন বিষয়ে ১৭টি অধিবেশন হবে।