ছবিতে বাংলাদেশ ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আয়োজনে গতকাল শনিবার শুরু হয়েছে তিন দিনের ‘বাংলাদেশ বিজনেস সামিট’। সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি কর্ম–অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শন করা হচ্ছে। তিন দিনের সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীসহ দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনের জন্য সব মিলিয়ে প্রায় ৭৫০ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নিবন্ধন করেছেন।

তিন দিনের সম্মেলনে বিনিয়োগের সম্ভাব্য খাত যেমন অবকাঠামো, দীর্ঘমেয়াদি অর্থায়ন, পোশাক ও বস্ত্র, ভোগ্যপণ্য, জ্বালানি নিশ্চয়তা, কৃষি ব্যবসা, অটোমোবাইল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সরকারি-বেসরকারি অংশীদারত্বসহ বিভিন্ন বিষয়ে ১৭টি অধিবেশন হবে।

১ / ১৫
দ্বিতীয় দিনের শুরুতে বিনিয়োগের সম্ভাবনাবিষয়ক কর্ম–অধিবেশনে উপস্থিত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।
২ / ১৫
কর্ম–অধিবেশনে উপস্থিত সুধী সমাবেশের একাংশ।
৩ / ১৫
বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখছেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কি–হাক সান।
৪ / ১৫
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ইন্দো–প্যাসিফিক) অ্যান-মারি ট্রিভেলিয়ান।
৫ / ১৫
সম্মেলনস্থলে চলছে নানা পণ্য প্রদর্শনী।
৬ / ১৫
সম্মেলনস্থলে একটি স্টলে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন পণ্য।
৭ / ১৫
ভোগ্যপণ্য নিয়ে আয়োজিত এক কর্ম–অধিবেশনে উপস্থিত ব্যবসায়ীরা।
৮ / ১৫
সম্মেলনস্থলে ট্রেনের আদলে সাজানো হয়েছে একটি প্রতিষ্ঠানের স্টল।
৯ / ১৫
নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর স্টলের সামনে নিট পোশাকের প্রদর্শনী।
১০ / ১৫
তিন দিনের সম্মেলনে দেশে উৎপাদিত মোটরসাইকেল প্রদর্শন করছে বেসরকারি একটি শিল্পগ্রুপ।
১১ / ১৫
সম্মেলনে প্রদর্শন করা হয় অলংকারও।
১২ / ১৫
বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর স্টলেও বস্ত্র প্রদর্শনী চলছে।
১৩ / ১৫
বাংলাদেশে তৈরি গাড়ি সম্মেলনস্থলে প্রদর্শন করছে ফেয়ার টেকনোলজি।
১৪ / ১৫
দীর্ঘমেয়াদি অর্থায়ন নিয়ে আয়োজিত কর্ম–অধিবেশনে উপস্থিত অতিথিরা।
১৫ / ১৫
দ্বিতীয় দিনে আয়োজিত এক কর্ম–অধিবেশনে উপস্থিত অতিথিরা।