খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। নগরের সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন। সমাবেশের আগের রাত থেকে সমাবেশস্থলে হাজারো নেতা-কর্মী জড়ো হন। তবে বিভাগজুড়ে চলতে থাকা দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে নেতা-কর্মীদের বেশির ভাগ ট্রেন ও ট্রলারে করে এসেছেন, কেউবা হেঁটে এসেছেন। সমাবেশে আসা নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি-বাধা, লাঠি নিয়ে সড়কে অবস্থান ও যানবাহন থেকে নামিয়ে দেওয়ার পরও খুলনার সমাবেশস্থলে জড়ো হয়েছেন তাঁরা। কোনো কোনো স্থানে পুলিশের বাধার মুখেও পড়েন।

১ / ১৪
বিএনপি কর্মীরা ট্রাকে করে খুলনায় গণসমাবেশে যোগ দিতে আসার সময় পুলিশের বাধার মুখে পড়েন। বাইপাস সড়ক, বেনেরপোতা মোড়, সাতক্ষীরা, ২২ অক্টোবর
ছবি: কল্যাণ প্রসূন
২ / ১৪
বিএনপির মহাসমাবেশের দিন সকালে শহরে পূর্বে প্রবেশপথে পুলিশের তৎপরতা। মোটরসাইকেলচালকদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কুদির বটতলা, রূপসা, খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৪
খুলনা জেলার বাস-মিনিবাস মালিক সমিতির ডাকা ধর্মঘটে ১৮টি রুটের বাস চলাচল বন্ধ থাকায় হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। খানজাহান আলী সেতু, খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৪
বিএনপির ডাকা সমাবেশে সাতসকালে এসেছেন কর্মীরা। সমাবেশস্থলে কেউ ঘুমিয়ে আছেন। ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর, খুলনা, ২২ অক্টোবর
ছবি: উত্তম মণ্ডল
৫ / ১৪
বিএনপির মহাসমাবেশে নেতা–কর্মীদের মিছিল নিয়ে সমাবেশস্থলে যেতে বাধা দিতে আওয়ামী লীগের কর্মীরা দৌলতপুর থেকে বয়রা কলেজ মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে লাঠি, রড, চাপাতি, ছুরি নিয়ে মহড়া দিতে দেখা যায়। নতুন রাস্তার মোড়, খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৪
বিএনপির নেতা–কর্মীদের মিছিল নিয়ে সমাবেশ স্থলে যেতে বাধা দিতে আওয়ামী লীগের কর্মীরা দৌলতপুর থেকে বয়রা কলেজ মোড়ে লাঠি, রড, চাপাতি, ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকেন। নতুন রাস্তার মোড়, খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৪
সমাবেশের পূর্বে খুলনার নানা সড়কে বিএনপির নেতা কর্মীদের লাঠিসোটা নিয়ে মিছিল। রয়েল মোড়, খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
বিএনপির নেতা–কর্মীদের মিছিল। রয়েল মোড়, খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৪
পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় রেলস্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। রেলস্টেশন, খুলনা, ২২ অক্টোবর
ছবি: প্রথম আলো
১০ / ১৪
দৌলতপুর থেকে সমাবেশস্থলে মিছিল নিয়ে আসার পথে আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করেন। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি কর্মীরা। আহতকে কর্মীকে সমাবেশস্থলে নিয়ে আসা হয়। সোনালী ব্যাংক চত্বর, খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৪
বিএনপি নেতা ইশরাকের সমাবেশে যোগদান। খুলনা, ২২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৪
বিএনপির গনসমাবেশের মঞ্চে সংগীত পরিবেশন করছেন জাসস শিল্পীগোষ্ঠী। খুলনা, ২২ আক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৪
বিএনপির গণসমাবেশ মঞ্চে মির্জা ফকরুল ইসলাম আলোমগীরসহ অন্য নেতা–কর্মীরা। খুলনা, ২২ আক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৪
বিএনপির গণসমাবেশ শুরু জড়ো হয়েছেন অসংখ্য নেতা–কর্মী। খুলনা, ২২ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান