চার দিনব্যাপী ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক-২০২৩’-তে খ্যাতনামা ডিজাইনারদের নকশা করা পোশাকে র্যাম্পে এসেছেন ভারতের অভিনেত্রী ও নামকরা মডেলরা। বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী ও মডেলদের সঙ্গে ছিলেন একসময় পর্দা–কাঁপানো অভিনেত্রীরা। জমকালো এ আয়োজন করা হয়েছিল ভারতের মুম্বাইয়ে।