বিজ্ঞান উৎসবের বর্ণিল আয়োজন

রাজধানীতে আজ সোমবার আয়োজিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী এ উৎসবে ছিল বর্ণিল সব আয়োজন। দেশব্যাপী আয়োজিত আঞ্চলিক পর্বে বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নেয় এ পর্বে। সমাপনী পর্বের কিছু ছবি দিয়ে ছবির গল্প।

১ / ১৫
জাদু দেখাচ্ছেন স্বপন দীনার।
২ / ১৫
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী সাবিলা নূর।
৩ / ১৫
খুদে বিজ্ঞানীদের সামনে বক্তব্য দিচ্ছেন অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা।
৪ / ১৫
উৎসবে নাচ পরিবেশন করেন পূজা সেনগুপ্ত ও তাঁর দল।
৫ / ১৫
ভারোত্তলনে স্বর্ণপদক বিজয়ী মারিয়া আক্তার।
৬ / ১৫
খুদে বিজ্ঞানীদের সামনে বক্তব্য দিচ্ছেন অন্যরকম গ্রুপের পরিচালক মাহমুদুল হাসান।
৭ / ১৫
সংগীত পরিবেশন করছে গানের দল আন্তনগর।
৮ / ১৫
বক্তব্য দিচ্ছেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।
৯ / ১৫
বক্তব্য দিচ্ছেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মো. মনিরুল ইসলাম।
১০ / ১৫
উৎসবের সমাপনী পর্বে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
১১ / ১৫
কুইজে নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে সেরাদের সেরা পুরস্কার গ্রহণ করছে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী অরিত্র দেবনাথ।
১২ / ১৫
কুইজে মাধ্যমিক ক্যাটাগরিতে সেরাদের সেরা পুরস্কার গ্রহণ করছে খুলনা জিলা স্কুলের নাজিব মাহমুদ।
১৩ / ১৫
বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সেরাদের সেরা দল হিসেবে পুরস্কার নিচ্ছে রাজধানীর হলিক্রস গার্লস হাইস্কুলের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ ও অঙ্কিতা হালদার।
১৪ / ১৫
বিজ্ঞান উৎসবের জাতীয় পর্বে বিজয়ীদের সঙ্গে অতিথিরা।
১৫ / ১৫
কুইজ ও বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’র সঙ্গে বিকাশের কর্মকর্তারা।