তাজিয়া মিছিল

আজ ১০ মহররম। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন আজ। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। তাঁদের স্মরণে মুসলিম শিয়া মতাবলম্বীরা রাজধানীর লালবাগের হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করে। ছবি তুলেছেন সাজিদ হোসেন

১ / ১২
হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেন শিয়া মতাবলম্বীরা
২ / ১২
তাজিয়া মিছিলে ঢোলের বাজনা
৩ / ১২
হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়ে আজিমপুরের দিকে যাচ্ছে।
৪ / ১২
মিছিলে তাজিয়া নিয়ে যাচ্ছেন
৫ / ১২
তাজিয়াতে মুরগি দান করতে এক নারী সড়কে অপেক্ষা করছেন।
৬ / ১২
শিয়া সম্প্রদায়ের নারীরা মিছিলে মাতম করছেন
৭ / ১২
তাজিয়াকে ধরে সম্মান জানাচ্ছেন ভক্তরা।
৮ / ১২
মিছিলে মাতম করছেন শিয়া সদস্য।
৯ / ১২
তাজিয়া থেকে তবারক নিচ্ছেন ভক্তরা
১০ / ১২
শিয়া সম্প্রদায়ের পুরুষেরা মিছিলে মাতম করছেন।
১১ / ১২
তাজিয়া ঘিরে হাঁটছেন ভক্তরা।
১২ / ১২
ঘোড়া নিয়ে তাজিয়া মিছিলে হাঁটছেন শিয়া মতাবলম্বীরা।