রাজধানী ঢাকা শনিবার ছিল একেবারেই ফাঁকা। গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ কর্মসূচি থাকায় সেখানে জড়ো হন নেতা–কর্মীরা। পাশাপাশি আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা সড়কের বিভিন্ন স্থানে মঞ্চ তৈরি করেন এবং কোথাও কোথাও মোটরসাইকেলের মহড়াও দেন। সারা দিন গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দূরদূরান্ত থেকে হেঁটে গন্তব্যে যেতে হয় তাঁদের। রাজধানীর প্রবেশপথে বসানো হয় তল্লাশিচৌকি। ঢাকার জীবনযাত্রা ছিল অনেকটাই স্থবির।
১ / ১২
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আসা নেতা-কর্মীরা। গোলাপবাগ, ঢাকাছবি: দীপু মালাকার