একঝলক (২০ জুন ২০২২)

১ / ১৬
আবার পানি বাড়ছে তিস্তায়। বাঁধে আশ্রয় নিতে তাঁবু টানাচ্ছেন নূর ইসলাম। পশ্চিম ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২০ জুন
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৬
বিশুদ্ধ পানির সংকটে সিলেটের বানভাসি মানুষ। পানি আনতে আশ্রয়কেন্দ্র থেকে সাঁতার কেটে মূল সড়কের দিকে যাচ্ছে শিশু মইনুল। থানাবাজার, কোম্পানীগঞ্জ, সিলেট, ২০ জুন
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৬
তিস্তার পানি বাড়ায় গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যাত্রা। সংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ২০ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
যমুনার পানি বাড়ছেই। দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মানুষ। দীঘাপাড়া চর এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২০ জুন
ছবি: সোয়েল রানা
৫ / ১৬
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাস্তা তলিয়ে যাওয়ায় নৌকায় করে চলাচল করছে লোকজন। ছোট মেরুং বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২০ জুন
ছবি: পলাশ বড়ুয়া
৬ / ১৬
সিলেটের বন্যার্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা। বন্যার্তদের জন্য বাড়ি থেকে নিয়ে আসা টাকা জমা দিচ্ছে তারা। বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা, গোদাগাড়ী, রাজশাহী, ২০ জুন
ছবি: আনোয়ার হোসেন
৭ / ১৬
বাজিতপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। বাজিতপুর, কিশোরগঞ্জ, ২০ জুন
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ১৬
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে টইটম্বুর গোমতী নদীর পানি। ডুবে গেছে গোমতীর চরের অনেক বাড়িঘর। ডুবে যাওয়া ঘর থেকে মালামাল সরাচ্ছেন বাসিন্দারা। জগন্নাথপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২০ জুন
ছবি: এম সাদেক
৯ / ১৬
রাস্তাঘাট ও বাড়ির আঙিনায় পানি আর পানি। এর মধ্য দিয়েই বাড়িতে থাকা ড্রাম নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঢংগোরঘর, জামালপুর, ২০ জুন
ছবি: প্রথম আলো
১০ / ১৬
সিলেটে বন্যাকবলিত কোম্পানীগঞ্জে ত্রাণের জন্য হাহাকার। ত্রাণ এলেই হুমড়ি খেয়ে পড়ছে বানভাসি মানুষ। থানাবাজার, কোম্পানীগঞ্জ, সিলেট, ২০ জুন
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
মরিচ ও বেগুন চাষের জন্য জমি প্রস্তুত করছে এক কৃষক পরিবার। প্রস্তুত করা চারাগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। উত্তর চকপাথালিয়া, গাড়িদহ ইউনিয়ন, শেরপুর, বগুড়া, ২০ জুন
ছবি: সবুজ চৌধুরী
১২ / ১৬
সড়কের ওপর ভেঙে পড়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎলাইনের খুঁটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক, মোনতলা কিচিং পাড়া, কুতুকছড়ি, রাঙামাটি, ২০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৬
সড়ক বিভাজকের ফাঁক গলে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছেন এক ব্যক্তি। ফতুল্লা স্টেডিয়াম, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ, ২০ জুন
ছবি: দিনার মাহমুদ
১৪ / ১৬
হোটেল আল হাফিজিয়ায় আগুন। নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিস কর্মীদের। স্টেশন রোড, ময়মনসিংহ, ২০ জুন
ছবি: আনোয়ার হোসেন
১৫ / ১৬
বন্ধ হওয়া পাঁচটি পাটকলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল। মিছিলে যোগ দেন বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক ও শ্রমিকনেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২০ জুন
ছবি: খালেদ সরকার
১৬ / ১৬
বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে ‘সুফিয়া কামাল ও নারীবাদী আন্দোলন’ স্মারক বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন, বাংলা একাডেমি, ২০ জুন
ছবি: দীপু মালাকার