একঝলক (২১ মে ২০২২)

১ / ১৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে ঝড়ে উপড়ে গেছে শতবর্ষী বটগাছ। আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ২১ মে
ছবি: প্রথম আলো
২ / ১৪
বন্যার পানিতে সুরমা নদী লাগোয়া সিলেটের কাজীরবাজার এলাকার চাউলের আড়তগুলোতে পানি ঢুকে পড়েছে। এতে ধান ও চাল ভিজে পঁচে গেছে। পাম্প ব্যবহার করে আড়ত থেকে পানি বের করছেন এক কর্মী। কাজীরবাজার, সিলেট, ২১ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৪
টাঙ্গাইলের ঘাটাইলের দেউলাবাড়ি ইউনিয়নের এমকেডিআর উচ্চ বিদ্যালয়ের দুইটি টিনশেড ভবন শনিবার সকালের ঝড়ে বিধ্বস্ত হয়। দেউলাবাড়ি, ঘাটাইল, টাঙ্গাইল, ২১ মে
ছবি: প্রথম আলো
৪ / ১৪
শনিবার ভোররাতের ঝড়ে এডওয়ার্ড পার্কে অনেকগুলো শালিক পাখি মরে পড়ে আছে। এডওয়ার্ড পার্ক, বগুড়া শহর, ২১ মে
ছবি: সোয়েল রানা
৫ / ১৪
নদীতে পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটের র‌্যামের মাথা তলিয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন ও যাত্রীরা ওঠানামা করেন। শনিবার, গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ মে
ছবি: এম রাশেদুল হক
৬ / ১৪
কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন একটি ঘাটে খুলনা থেকে তিনশত টন চাল নিয়ে আসা কার্গো থেকে চাল খালাস করছেন শ্রমিকেরা। চাল খালাস অনুযায়ী প্রত্যেক শ্রমিক দৈনিক ৭০০ থেকে ১২০০ টাকা উপার্জন করেন। মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল, ২১ মে
ছবি: সাইয়ান
৭ / ১৪
গত বছর বন্যায় লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সেতুর সংযোগ সড়কটি ভেঙে যায়। হেলে যায় সেতুটি। ভেঙে যায় পল্লী বিদ্যুৎতের খুঁটিও। বিকল্প হিসেবে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু রাখা হয়েছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ভোগান্তিরও যেন শেষ নেই। কাকিনা, কালিগঞ্জ, লালমনিরহাট, ২১ মে
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৪
মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘাট সংকটের কারণে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের প্রায় সাত কিলোমিটার এলাকায় পণ্যবাহী গাড়িগুলো আটকা পড়েছে। আরসিএল মোড়, পাটুরিয়া-উথলী সড়ক, মানিকগঞ্জ
ছবি: আব্দুল মোমিন
৯ / ১৪
বৃষ্টির পানি জমে আছে ধানখেতে। সেই পানি পার হয়ে কাটা ধান নিয়ে বাড়ির পথে কৃষকেরা। গদাইপুর, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ মে
ছবি : সাজেদুল আলম
১০ / ১৪
পোষা বানর মধুকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে এসেছে কিশোর প্রীতম। নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ, ২১ মে
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৪
সামান্য বৃষ্টি হলেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় মহাসড়কের দুটি লেনে এভাবেই বৃষ্টির পানি জমে যায়। ফলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। মেঘনা সেতু টোলপ্লাজা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ২১ মে
ছবি: মনিরুজ্জামান
১২ / ১৪
বিশ্ব মেডিটেশন দিবসে উম্মুক্ত মেডিটেশনের আয়োজন করে কোয়ান্টাম মেথড। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৪
জামাল নজরুল ন্যাশনাল কনফারেন্সে গবেষণা পোস্টার দেখছেন দর্শনার্থীরা। ব্যবসায়িক অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২১ মে
ছবি: জুয়েল শীল
১৪ / ১৪
প্রথম আলো আয়োজিত অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ ও বাজেট প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা। কারওয়ান বাজার, ঢাকা, ২১ মে
ছবি: দীপু মালাকার