একঝলক (২২ জুন ২০২২)

১ / ২০
বর্ষা মৌসুমে পাহাড়ে উৎপাদিত মারফা, কইদ্যা, ঝিঙে, ঢ্যাঁড়স, বাঁশকোড়লসহ হরেক রকম শাকসবজির জমজমাট হাট বসে। জুমচাষি নারী ও পুরুষেরা বিভিন্ন এলাকা থেকে শহরের বনরূপা দেওয়ান পাড়া মোড়ে সেগুলো বিক্রি করতে আসেন। দেওয়ান পাড়া, রাঙামাটি, ২২ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। তারপরও ঝুঁকি নিয়ে এসব সড়কে মোটরসাইকেল নিয়ে চলছেন এক ব্যক্তি। জামালপুরের ইসলামপুর-নোয়ারপাড়া সড়কের আমতলী এলাকা থেকে তোলা। আমতলী, জামালপুর, ২২ জুন
ছবি: আব্দুল আজিজ
৩ / ২০
টাঙ্গাইলের মধুপুর থেকে আনারস আসে খুলনার ফলের আড়তে। পিকআপ থেকে সেসব আনারস নামাচ্ছেন শ্রমিকেরা। আড়তের প্রতিটি আনারস ৩০-৩৫ টাকায় পাইকারি বিক্রি হবে। কদমতলা, খুলনা, ২২ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২০
বর্ষা মৌসুমে মাছ ধরার চাঁইয়ের চাহিদা বাড়ে। বর্ষাকালে সপ্তাহের রবি ও বুধবার দামোদর নদীর কাছে বুচনা চাঁইয়ের হাট বসে। এক জোড়া চাঁই ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। দামোদর, পিরোজপুর, ২২ জুন
ছবি: এ কে এম ফয়সাল
৫ / ২০
আর দুই দিন পরই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জনসভায় অংশ নেবেন তিনি। তাই সেতুর ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বসিয়ে তৈরি করা হচ্ছে মঞ্চ। বাংলাবাজার ফেরিঘাট, মাদারীপুর, ২২ জুন
ছবি: অজয় কুন্ডু
৬ / ২০
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের তিন মাসের খাদ্যসহায়তা দেয় সরকার। মৎস্য অধিদপ্তরের দেওয়া সে খাদ্যসহায়তা নিয়ে বাড়ি ফিরছেন জেলেরা। মেরুং, দীঘিনালা, খাগড়াছড়ি, ২২ জুন
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ২০
বন্যার পানিতে তলিয়ে গেছে চারপাশ। জীবন ও জীবিকার তাগিদে সেই পানি মাড়িয়ে গন্তব্যে ছুটছে মানুষ। ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২২ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ২০
পাহাড়ি ঢলের পানি নামার পর জমে থাকা পলি মাটিতে আউশের চারা রোপণ করছেন চাষি। মধ্য বেতছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি, ২২ জুন
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ২০
প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কাজীরবাজার তোপখানা বেকারি মাঠ, সিলেট, ২২ জুন
ছবি: প্রথম আলো
১০ / ২০
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে জাজিরার নাওডোবা টোল প্লাজার সামনে ইলিশের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ২৫ জুন সেতু উদ্বোধনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এসব স্থাপনা। নাওডোবা, জাজিরা, ২২ জুন
ছবি: সত্যজিৎ ঘোষ
১১ / ২০
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বসতভিটা। কদমতলী পশ্চিম এলাকা, চাতলপাড় ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া, ২২ জুন
ছবি: শাহাদৎ হোসেন
১২ / ২০
বন্যায় ঘরের ভেতর কোমরসমান পানি। এ কারণে চৌকিতে রান্নাবান্নার কাজ করছেন গাইবান্ধা সদর উপজেলার মরিয়ম বেগম। মোল্লারচর ইউনিয়ন, গাইবান্ধা ২২ জুন
ছবি: শাহাবুল শাহীন
১৩ / ২০
বুকসমান পানিতে পাটশাক তুলছে এক কিশোরী। বিনবিনা এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
এবার ঘন ঘন বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি। এতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নৌকা তৈরির হিড়িক পড়েছে নদীতীরবর্তী মানুষের মধ্যে। বাগেরহাট, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২০
রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় চলাচলের ভরসা এখন নৌকা। জাঙ্গিরাই এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ২২ জুন
ছবি: কল্যাণ প্রসূন
১৬ / ২০
টানা কয়েক দিন বৃষ্টির পর বুধবার রোদ উঠেছে। তাই বন্যায় তলিয়ে যাওয়া বাদাম রোদে শুকাতে দিতে ব্যস্ত কৃষকেরা। বাগেরহাট, গঙ্গাচড়া রংপুর, ২২ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
বন্যা আর তিস্তা নদীর ভাঙনে দিশাহারা মানুষ। এমন অবস্থায় কোনো উপায় না পেয়ে অসুস্থ মাকে সাইকেলের ওপরে চেয়ার বসিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন দুই ছেলে। কোলকোন্দ, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
ছাগল কোলে নিয়ে তীব্র স্রোত ভেঙে সড়কে উঠছেন সাজেদা বেগম নামের এই নারী। বাড়িতে পানি ওঠায় বাবার বাড়িতে যাচ্ছেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন প্রিয় ছাগলগুলো। আমতলি, ইসলামপুর, জামালপুর, ২২ জুন
ছবি: আব্দুল আজিজ
১৯ / ২০
ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মহাসড়কের নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। মহাসড়কের নামফলকটি ক্রেনের মাধ্যমে ধলেশ্বরী টোল প্লাজায় স্থাপনের কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা। ধলেশ্বরী টোল প্লাজা, মুন্সিগঞ্জ, ২২ জুন
ছবি: জাহিদুল করিম
২০ / ২০
আবার শুরু হয়েছে নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিতরণ। এবার টিসিবির পণ্য সংগ্রহ করতে দেওয়া হয়েছে পরিবার পরিচিতি কার্ড। নিম্ন আয়ের মানুষ কার্ডের মাধ্যমে নির্দিষ্ট এজেন্টের দোকান থেকে টিসিবির পণ্য সংগ্রহ করবেন। ওয়াসা রোড, মদিনাবাগ, উত্তর মুগদাপাড়া, ঢাকা, ২২ জুন
ছবি: তানভীর আহাম্মেদ