এক ঝলক ( ০৮ নভেম্বর, ২০২১)

১ / ১৬
শীতকালীন সবজি শিমের বাগান এখন ভরে গেছে ফুলে ফুলে। সেই ফুলের মধুর লোভে ছুটে এসেছে মৌটুসি পাখি। জালালের ঢাল, আটঘরিয়া, পাবনা, ৮ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ১৬
কার্তিকের শেষের দিকে গ্রামাঞ্চলে শুরু হয়েছে ধান কাটা। খেত থেকে ধান কেটে ঘরে নিচ্ছেন এক কৃষক। ধোপাঘাটা, গয়েশপুর, পাবনা, ৮ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৬
ঘোড়া দিয়ে চলছে হালচাষ। ধনশালা, পীরগঞ্জ, রংপুর, ৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
প্রসাধনী ও গৃহস্থালি পণ্য নিয়ে গ্রামের পথে বিক্রি করতে সকালে ছুটছেন একদল ফেরিওয়ালা। শুকুরেরহাট, মিঠাপুকুর, রংপুর, ৮ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
নদীর পানি কমতে থাকায় মাছ ধরা পড়ছে অনেক। নদীতে জাল নিয়ে নামতে হলে লাগবে নৌকা। পুরোনো নৌকা বাতিল হওয়ায় নতুন করে একটি নৌকা কিনে ঘোড়ার গাড়িতে করে ফিরছেন এক জেলে। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী, ৮ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৬ / ১৬
বাড়ির আঙিনায় পরনের কাপড় বুনছেন ত্রিপুরা জনগোষ্ঠীর এক গৃহবধূ। সারা দিন বুনন কাজে ব্যস্ত মা কাজের ফাঁকে ছেলেকে আদর করছেন। সাজেকের কংলাক ত্রিপুরা পাড়া, বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি, ৮ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৬
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে প্রীতিসম্মিলনে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। রওশন আলী স্মৃতি মঞ্চ, টাউন হল ময়দান, যশোর, ৮ নভেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ১৬
চুয়াডাঙ্গায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথিদের নিয়ে কেক কাটছেন বন্ধুসভার সদস্যরা, চুয়াডাঙ্গা, ৮ নভেম্বর
ছবি: প্রথম আলো
৯ / ১৬
পরিবেশদূষণের অভিযোগে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জানকী রায়ের পাড়ার বাসিন্দারা পোলট্রি খামার অপসারণের দাবিতে মানববন্ধন করেন। ৮ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
১০ / ১৬
প্রথমা প্রকাশনের আয়োজনে সিলেট নগরের রিকাবীবাজারের জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আজ সোমবার শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘সিলেট বইমেলা’। মেলার প্রথম দিনেই পাঠক-ক্রেতা-লেখকদের ছিল সবর উপস্থিতি। সিলেট, ৮ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জিপিও মোড়ে সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। ঢাকা, ৮ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১২ / ১৬
বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। কীর্তনখোলা মিলনায়তন, বরিশাল নগর, ৮ নভেম্বর
ছবি: সাইয়ান
১৩ / ১৬
কক্সবাজারে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজসহ অতিথিরা। কক্সবাজার, ৮ নভেম্বর
ছবি: প্রথম আলো
১৪ / ১৬
নানা আয়োজনে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালিত হয়। চাঁদপুর, ৮ নভেম্বর
ছবি: আলম পলাশ
১৫ / ১৬
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদেক হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৮ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১৬ / ১৬
প্রেসক্লাবে জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মানববন্ধন
ছবি: দীপু মালাকার