এক ঝলক (১০ নভেম্বর, ২০২০)

১ / ১১
শুরু হয়েছে আমন ধান কাটা। তিস্তা নদীর চরাঞ্চলে ধান কেটে মহিষের গাড়িতে করে নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। আলাল চর, গঙ্গাচড়া, রংপুর। ৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১১
চারদিকে পাকা ধানের ম-ম গন্ধ। ধান কাটা শুরু হয়েছে। কুয়াশাচ্ছন্ন ভোরে কাস্তে হাতে মাঠে ছুটছেন কৃষক, কাঁধে বোঝাই করে আমন ধান নিয়ে ফিরছেন ঘরে। ত্রিমোহিনী, কেশবপুর, যশোর, ৯ নভেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ১১
শীত পড়তে শুরু করেছে, ধানগাছে শিশির জমে প্রকৃতির শোভা বাড়িয়েছে। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ১০ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৪ / ১১
প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই উপবাস বা ‘কার্তিকব্রত’ পালন করেন লোকনাথভক্তরা। রাজধানীর স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হাজারো ভক্ত। ঢাকা, ১০ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৫ / ১১
মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় আলোচকেরা। উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তন, ধানমন্ডি, ঢাকা, ১০ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১১
কামরুজ্জামান ২ হাজার ২০০ মুরগি নিয়ে পোলট্রি ফার্ম চালাতেন। করোনাকালে প্রায় ৪ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। এক হাজার ছোট বাচ্চা কিনে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, পরিষ্কার করছেন মুরগির খাঁচা। মালিগাছা, পাবনা, ৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১১
মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ বিভিন্ন সংগঠন। লারমা স্কয়ার, খাগড়াছড়ি, ১০ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
৮ / ১১
সরকারের নির্দেশ অনুযায়ী ‘নো মাস্ক, নো সার্ভিস’ উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে হাসপাতালের প্রধান ফটকে লাগানো হয়েছে নির্দেশিকা ব্যানার। এই নির্দেশ অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারক করতে প্রধান ফটকে বসানো হয়েছে দুজন কর্মী। তাঁরা মাস্কবিহীন কোনো রোগী কিংবা দর্শনার্থী হাসপাতালে প্রবেশ করতে চাইলে তাঁদের মাস্ক পরতে উৎসাহিত করছেন। সদর হাসপাতাল, কুমিল্লা, ১০ নভেম্বর
ছবি: এম সাদেক
৯ / ১১
পাহাড়ে কমলার ফলন ভালো হয়েছে। স্থানীয় বাজারে আকারভেদে প্রতিটি কমলা ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। নিজের বাগানের কমলা বিক্রির জন্য নিয়ে এসেছেন পাহাড়ি নারী। দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ নভেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
১০ / ১১
রাজধানীর মাইন্ড এইড হাসপাতালটি পরিচালনার জন্য বৈধ কাগজপত্র ছিল না। এটা একটা ভুঁইফোড় হাসপাতাল। তারা অবৈধভাবে মানসিক রোগীর চিকিৎসার নামে বাণিজ্য করে আসছিল বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার এই হাসপাতালে কর্মচারীদের মারধরে এক জ্যেষ্ঠ এএসপির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদাবর, ঢাকা, ১০ নভেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১১
ছেলেকে সঙ্গে নিয়ে ঠেলাগাড়িতে করে জ্বালানি কাঠ শহরের বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন বাবা। কোর্ট এলাকা, মৌলভীবাজার, ১০ নভেম্বর
ছবি: প্রথম আলো