এক ঝলক (১০ নভেম্বর, ২০২১)

১ / ১০
আগামীকাল দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর ও ছোটভাকলা ইউনিয়নে নির্বাচন হবে। এরই মধ্যে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ শুরু হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে, ১০ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
২ / ১০
বরিশাল শহরে আজ বুধবার শুরু হয়েছে ৩০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসন ও বিসিক বরিশাল জেলার উদ্যোগে এ মেলা হচ্ছে। মেলায় অলংকার দেখছেন এক ক্রেতা। বিসিক নগরী, বরিশাল নগর, ১০ নভেম্বর
ছবি: সাইয়ান
৩ / ১০
এখন চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণ মৌসুম। দল বেঁধে কৃষকেরা পেঁয়াজ রোপণে ব্যস্ত। তালমা, নগরকান্দা, ফরিদপুর, ১০ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১০
অক্টোবরের শুরু থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় টমেটো চাষ। খেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। পতেঙ্গা এলাকা, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৫ / ১০
দেখে মনে হবে আকাশে সাদা মেঘের ভেলা। তবে এটা সেই কাঞ্চনজঙ্ঘা। সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ের মনোমুগ্ধকর রূপ দেখা যাচ্ছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে। অমরখানা, সদর উপজেলা, পঞ্চগড়, ১০ নভেম্বর
ছবি: রাজিউর রহমান
৬ / ১০
নদীতে নেমে সূর্যপূজা করছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। চেলোপাড়া করতোয়া নদী, বগুড়া শহর, ১০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ১০
শিস দেওয়ার মতো কিচিরমিচির কলতানে উড়ে যাচ্ছে এক ঝাঁক পাতি সরালি পাখি। এরা ছোট সরালি বা গেছো হাঁস নামেও পরিচিত। শীত মৌসুমে বিল-জলাশয়ে দল বেঁধে ঘোরে। গাজনার বিল, সুজানগর, পাবনা, ১০ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১০
করতোয়া নদী থেকে বেরিয়ে আসা বেলতলা খাল থেকে পানিফল তুলেছেন সোহাগ হাসান। সেগুলো বিক্রির জন্য ধুয়ে নিচ্ছেন তিনি। বাদিয়াচরা গ্রাম, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ১০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১০
মাঠ থেকে পাকা ধান কেটে বাড়িতে নিয়ে আসছেন একদল কৃষক। চানপাড়া, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ১০ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১০
আমগাছের ডালে বসেছে কাঠঠোকরা। দেওভোগ, নারায়ণগঞ্জ, ১০ নভেম্বর
ছবি: দিনার মাহমুদ