এক ঝলক (১১ নভেম্বর ২০২১)

১ / ১৩
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ১১ নভেম্বর
ছবি: দীপু মালাকার
২ / ১৩
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউপি নির্বাচনে একটি ভোটকেন্দ্রের গোপন কক্ষে একসঙ্গে তিন ভোটার। রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ১১ নভেম্বর দুপুরে
ছবি: সোয়েল রানা
৩ / ১৩
রাজশাহীর গোমস্তাপুরের রহনপুর ইউপির বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর বুথে ঢুকে চারজন নৌকায় সিল মারা ব্যালট ঢোকাচ্ছিলেন ব্যালটবাক্সে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের হাতে ধরা পড়েন তাঁরা। তাঁদের কাছ থেকে ২৫টি সিলমারা ব্যালট উদ্ধার করা হয়। সেগুলো দেখাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান সোহরাব। রাজশাহী, ১১ নভেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৪ / ১৩
চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং খালে প্রতিদিন রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকা থেকে বাঁশ ব্যবসায়ীরা নিয়ে আসেন শত শত বাঁশের চালি। এখান থেকে ট্রাক, জিপসহ নানা যানবাহনে করে দেশের বিভিন্ন স্থানে চলে যায় এসব বাঁশ। ধুরং সেতু এলাকা, ১১ নভেম্বর
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৫ / ১৩
ব্যালট পেপার ছিনিয়ে নৌকায় সিল দেওয়া নিয়ে সংঘর্ষ হয়। এ সময় ছিনতাই, ভাঙচুর করা হয় ব্যালট পেপার ও ব্যালটভর্তি চারটি বাক্স। মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জামালপুর, ১১ নভেম্বর
ছবি: আব্দুল আজিজ
৬ / ১৩
মহাসড়কে বেপরোয়া যানবাহন। ঝুঁকি নিয়ে পাল্লা দিয়ে চলছে। নজরদারির কেউ নেই। এভাবে যান চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রংপুর-ঢাকা মহাসড়ক, বৈরাগীগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, ১১ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
রংপুরে এবার ফুলকপির চাষ ভালো হয়েছে। দামও ভালো পাচ্ছেন চাষিরা। জমি থেকে ফুলকপি তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষক ফেরাজুল ইসলাম। তকেয়া কেশবপুর, মিঠাপুকুর, রংপুর, ১১ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৩
দেশের বিভিন্ন ইউপির মতো পাবনার সুজানগরের ইউপিগুলোতেও ভোট গ্রহণ হয় আজ। ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। একটি ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকদের ভিড়। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দুলাই, পাবনা, ১১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৩
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটি কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি। ধর্মদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পশা-কড়াপুর ইউনিয়ন, সদর উপজেলা, বরিশাল, ১১ নভেম্বর
ছবি: সাইয়ান
১০ / ১৩
ডালে বসে শিকারের অপেক্ষায় লাটোরা পাখি। এটি শিকারে পটু ও মাংসাশী। মুজগুন্নী এলাকা, খুলনা, ১১ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৩
রাজশাহীর তানোরের চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে নারী–পুরুষ ভোটারের দীর্ঘ সারি। গাগরন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, তানোর, রাজশাহী, ১১ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৩
দুপুরে ভোটারের চাপ কমে এলে ভোটকেন্দ্রে জিরিয়ে নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিলেট সদরের ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ১১ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৩
জাতীয় প্রেসক্লাবে এনডিপি আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশ তুমি কার’ শীর্ষক আলোচনা সভা। ঢাকা, ১১ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ